ময়মনসিংহ , সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

এনসিপির করা মামলা প্রত্যাহারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে বিএনপির থানা ঘেরাও

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ১০:৩৯:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
  • ৩৫ বার পড়া হয়েছে

গত বুধবার বিকালে থানা ঘেরাও করেছে স্থানীয় বিএনপি। বাগেরহাট জেলার মোংলায় পৌর বিএনপির ২১ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মামলা দায়েরের প্রতিবাদে গত মঙ্গলবার (২০ মে) রাতে থানায় এ মামলা করা হয়। 

মামলার প্রতিবাদে বুধবার (২১ মে) বিকেলে থানা ঘেরাও করে বিএনপি। এসময় বক্তারা ৪৮ ঘণ্টার মধ্যে মামলা প্রত্যাহারের আল্টিমেটাম দেন।

এর আগে একই দাবিতে বিকেলে পৌর শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে স্থানীয় বিএনপি।

অপরদিকে এনসিপির মামলা রেকর্ড করলেও রহস্যজনক কারণে বিএনপির মামলা রেকর্ড না করায় পুলিশের পক্ষপাতিত্বমূলক আচরণের অভিযোগ তুলে কঠোর সমালোচনা করা হয় এ সংবাদ সম্মেলনে।

গত ১ মে মহান মে দিবস উদযাপন উপলক্ষে ২৯ এপ্রিল মোংলা বন্দর শ্রমিক সংঘ মাঠে পৃথক শ্রমিক সমাবেশ ডাকে বিএনপি ও এনসিপি। এ নিয়ে পরিস্থিতি উত্তপ্ত হলে কোনো দলকেই সেসময় সেখানে সমাবেশ করতে দেয়নি প্রশাসন।

তবে ওই দিন (২৯ এপ্রিল) বিকেলে শহরে বিএনপি ও এনসিপি পৃথক মিছিল বের করে। পরে সেই মিছিল সংঘর্ষে রূপ নেয়। এতে উভয় পক্ষের লোকজন আহত হন। এ ঘটনায় ওই সময় উভয় পক্ষই থানায় এজাহার দাখিল করেন। কিন্তু পরবর্তীতে মঙ্গলবার (২০ মে) রাতে বিএনপির বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছে এনসিপি। এনসিপির কেন্দ্রীয় শ্রমিক উইং নেতা তিতুমীর চোকদার বাদী হয়ে পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র জুলফিকার আলীসহ ২১ জন নেতা-কর্মীর বিরুদ্ধে এ মামলা করেন। এনসিপির দায়েরকৃত মামলা রেকর্ড করে পুলিশ। মামলা রেকর্ডের খবরে বুধবার দুপুরে সংবাদ সম্মেলন করে বিএনপি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এনসিপির করা মামলা প্রত্যাহারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে বিএনপির থানা ঘেরাও

আপডেট সময় ১০:৩৯:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫

গত বুধবার বিকালে থানা ঘেরাও করেছে স্থানীয় বিএনপি। বাগেরহাট জেলার মোংলায় পৌর বিএনপির ২১ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মামলা দায়েরের প্রতিবাদে গত মঙ্গলবার (২০ মে) রাতে থানায় এ মামলা করা হয়। 

মামলার প্রতিবাদে বুধবার (২১ মে) বিকেলে থানা ঘেরাও করে বিএনপি। এসময় বক্তারা ৪৮ ঘণ্টার মধ্যে মামলা প্রত্যাহারের আল্টিমেটাম দেন।

এর আগে একই দাবিতে বিকেলে পৌর শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে স্থানীয় বিএনপি।

অপরদিকে এনসিপির মামলা রেকর্ড করলেও রহস্যজনক কারণে বিএনপির মামলা রেকর্ড না করায় পুলিশের পক্ষপাতিত্বমূলক আচরণের অভিযোগ তুলে কঠোর সমালোচনা করা হয় এ সংবাদ সম্মেলনে।

গত ১ মে মহান মে দিবস উদযাপন উপলক্ষে ২৯ এপ্রিল মোংলা বন্দর শ্রমিক সংঘ মাঠে পৃথক শ্রমিক সমাবেশ ডাকে বিএনপি ও এনসিপি। এ নিয়ে পরিস্থিতি উত্তপ্ত হলে কোনো দলকেই সেসময় সেখানে সমাবেশ করতে দেয়নি প্রশাসন।

তবে ওই দিন (২৯ এপ্রিল) বিকেলে শহরে বিএনপি ও এনসিপি পৃথক মিছিল বের করে। পরে সেই মিছিল সংঘর্ষে রূপ নেয়। এতে উভয় পক্ষের লোকজন আহত হন। এ ঘটনায় ওই সময় উভয় পক্ষই থানায় এজাহার দাখিল করেন। কিন্তু পরবর্তীতে মঙ্গলবার (২০ মে) রাতে বিএনপির বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছে এনসিপি। এনসিপির কেন্দ্রীয় শ্রমিক উইং নেতা তিতুমীর চোকদার বাদী হয়ে পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র জুলফিকার আলীসহ ২১ জন নেতা-কর্মীর বিরুদ্ধে এ মামলা করেন। এনসিপির দায়েরকৃত মামলা রেকর্ড করে পুলিশ। মামলা রেকর্ডের খবরে বুধবার দুপুরে সংবাদ সম্মেলন করে বিএনপি।