অনলাইন সংবাদ-
কক্সবাজারে ভারি বর্ষণের ফলে আবারও পাহাড় ধ্বসে পড়েছে। এতে করে শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে।
গতকাল বুধবার (১০ জুলাই) দিবাগত রাত ৩টা থেকে শুরু হওয়া ৪ ঘণ্টা ধরে টানা ভারি বর্ষণের পর আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে পাহাড় ধ্বসে ২ জনের মৃত্যু হয়।
মৃত ব্যাক্তিরা হলেন শহরের ৬নং ওয়ার্ডের পূর্ব পল্যান কাটা এলাকায় বসতঘরে পাহাড় ধসে স্থানীয় মোহাম্মদ করিমের স্ত্রী জমিলা বেগম (৩০)। অপরজন হলেন শহরের ৭নং ওয়ার্ডের সিকদার বাজার এলাকার সাইফুলের ছেলে মো. হাসান (১০)।
কক্সবাজারে পাহাড় ধ্বসে শিশুসহ ২ জনের মৃত্যু
জমিলার স্বামী করিম জানান, সকাল ৬.১৫ টার দিকে ঘুম থেকে উঠেই নাস্তা খাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম স্বপরিবারে। এসময় আচমকা পাহাড়ের কাদামাটি বসতঘরে পড়লে চাপা পড়ে আমার স্ত্রী জমিলা। তাকে স্থানীয়রা উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসকগণ তাকে মৃত ঘোষণা করেন।মৃত শিশু হাসানের পরিবার জানায়, পাহাড় ধ্বসে মাটি ঘরের দেওয়ালে পড়লে মাটির দেওয়ালসহ আসবাবপত্র পড়ে শিশু হাসানের গায়ে। ঘটনাস্থল থেকেই তাকে মৃত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা।
কক্সবাজারে পাহাড় ধ্বসে শিশুসহ ২ জনের মৃত্যু-
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক অফিসার ডাক্তার আশিকুর রহমান জানান, ভারী বর্ষণের কারণে পাহাড় ধ্বসে দুইজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একজন শিশু এবং আরেকজন নারী। মরদেহ দুটি মর্গে রাখা হয়েছে।
কক্সবাজার সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, কক্সবাজারে শহরের বেশ কয়েকটি এলাকায় পাহাড় ধ্বসে এই পর্যন্ত দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

Reporter Name 

























