মাটি ও মানুষ রিপোর্টঃ
নির্বাচনী কাজে প্রেস পাড়ায় যাওয়ার পথে নগরীর আঠারোবাড়ি বিল্ডিং এলাকায় পথরোধ করে ২৯ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মৌঃ আবুল হোসেন উপর সশস্ত্র হামলা চালায় চিহ্নিত সন্ত্রাসীরা। এসময় তাকে বাচাতে এগিয়ে আসলে আবির আহম্মেদ ও সারোয়ার নামের দুই সমর্থককে ব্যাপক মারধর করে দুটি মোটরসাইকেল ও মোবাইল ছিনিয়ে নেয় হামলাকারীরা অভিযোগ আবুল হোসেনের।
১৮ ফেব্রুয়ারি রাত ১০ টা ৪৫ মিনিটে এ ঘটনা ঘটপ বলে জানান তিনি। এ ঘটনায় ৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৭/৮ জনের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় এজাহার দায়ের করেন আবুল হোসেন। এজাহারে অভিযুক্তরা হলেন, রাপেল (৩০), আলআমিন(৩০), হুমায়ন কবির(২৮), রিপন(৪২), টিটু (৪৪)।
এজাহারসূত্রে জানা গেছে, নির্বাচনী কাজে প্রেসপাড়ায় যাওয়ার পথে পূর্বপরিকল্পিতভাবে তার পথ রোধ করে চিহ্নিত সন্ত্রাসী আকুয়া খালপাড় এলাকার একাধিক মামলার আসামি রাপেলসহ বেশ কয়েকজন তার উপর হামলা চালায়। রাপেল অগ্নেয়াস্ত্র প্রদর্শন করলে তার সমর্থকরা তাকে বাচাতে এগিয়ে আসে। হামলাকারীরা লোহার রড, বাশ বিভিন্ন দেশীয় অস্ত্রদিয়ে মারধর শুরু করে। এসময় আবির আহম্মেদ ও সারোয়ার হোসেন গুরুতর আহত হলে তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের ৭ নং ওয়ার্ডে ভর্তি করেন।
এবিষয়ে জানতে চাইলে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাইন উদ্দিন বলেন, মামলা প্রক্রিয়াধীন। তদন্ত চলছে।
ছবি: আহত আবির আহম্মেদ ও সারোয়ার হোসেন