অনলাইন নিউজ-
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কুট্টাপাড়ায় কাভার্ডভ্যানের ধাক্কায় জাহাঙ্গীর মিয়া (২৫) নামে এক পথচারী নিহত হয়েছেন।
নিহত জাহাঙ্গীর জেলার বিজয়নগর উপজেলার ইসলামপুর শশই এলাকার মো. সামছু মিয়ার ছেলে। গতকাল বুধবার বিকেলে (২৬ জুন) এ দুর্ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন খাঁটিখাতা হাইওয়ে থানার ওসি আশীষ কুমার সার্নাল বলেছেন।
কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল পথচারীর সরাইলে
ওসি আশীষ কুমার সার্নাল জানান, বুধবার বিকেলে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের কুট্টাপাড়া এলাকায় সড়ক পারাপারের সময় পথচারী জাহাঙ্গীর মিয়াকে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিসৎক তাকে মৃত ঘোষণা করেন।