সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা টানা কয়েকদিন ধরে আন্দোলন করেন। এ সময় শিক্ষার্থীরা সড়ক ও রেলপথ অবরোধ করে রাখায় দুর্ভোগে পড়েন যানবাহনের যাত্রী ও চালকরা। ঘণ্টার পর ঘণ্টা তাদের সড়কে বসে থাকতে হয়েছে। এ নিয়ে তখন ক্ষোভ ও বিরক্তি প্রকাশ করেছেন পথচারী ও যানবাহনের যাত্রী-চালকরা।
আন্দোলনের নামে সড়ক অবরোধ করায় এবার খোদ স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) জাহাঙ্গীর আলমও বিরক্তি প্রকাশ করেছেন।
গণমাধ্যম ভালোভাবে প্রচার করলে জনগণ রুখে দেবে। রাস্তা বন্ধ না করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ বলতে পারে। কর্তৃপক্ষ কাজ না করলে স্কুল বা কলেজের মাঠে আন্দোলন করতে পারে। সাধারণ মানুষের দুর্ভোগ সৃষ্টি হয় এমন কাজ যেন না করে।
আসল জন (শেখ হাসিনা) বাংলাদেশে নেই। আমরা তাকে কোথা থেকে ধরবো। যারা দেশে নেই তাদের তো পুলিশ গিয়ে ধরে আনতে পারে না। এটার এক্ষেত্রে আমরা চেষ্টা করছি। পার্শ্ববর্তী দেশের সঙ্গে একটি চুক্তি আছে, সেই ভাবে তাদের আনার কাজ চলছে।