অনলাইন সংবাদ: কুমিল্লার সদর দক্ষিণে গোলা ম রসূল লিটন (৪৮) নামে এক শিক্ষককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
বুধবার বাদ মাগরিব উপজেলার নলকুড়ি গ্রামে এ ঘটনা ঘটে। হত্যায় ঘটনায় সাফায়াত আলী (৩০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় রাত সোয়া ৯টার দিকে তাকে আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, নলকুড়ি গ্রামের মজুমদার বাড়ির তফাজ্জল হোসেনের ছেলে গোলাম রসূল লিটন স্থানীয় একটি নূরানি কিন্ডারগার্টেনে শিক্ষকতার সুবাদে মাগরিবের সময় কিছু শিক্ষার্থীকে প্রাইভেট পড়াতেন। এ সময় একই এলাকার বাসিন্দা মাদকাসক্ত সাফায়াত শিক্ষক লিটনকে প্রকাশ্যে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে।