আগামীর বাংলাদেশে যেই রাজনৈতিক দল ক্ষমতায় আসবে গণঅভ্যুত্থানে অংশ নেয়া ছাত্রদের প্রতি তাদের শ্রদ্ধা থাকা উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
গতকাল দুপুরে পঞ্চগড়ে একটি অনুষ্ঠানে অংশ নিয়ে এ কথা বলেন তিনি।
এই ত্যাগ কিন্তু শুধুমাত্র তাদের ত্যাগ না, এটা পুরো বাংলাদেশের জন্য ত্যাগ। এই ত্যাগ কিন্তু ইভেন তাদের জন্য যারা এতদিন ধরে রাজনীতিটা ঠিকমত করতে পারেনি।”
তিনি আরও বলেন, “আমি মনে করি তাদের প্রতি এই শ্রদ্ধাটা সবসময় আমাদের থাকা উচিত। কোন রাজনৈতিক দল গেলো, আসলো এটা ফ্যাক্ট না। আগামীর বাংলাদেশে যদি আমরা গণতান্ত্রিক বাংলাদেশের দিকে এগিয়ে যাই সামনে তাহলে যেই রাজনৈতিক দলই ক্ষমতায় আসুক না কেন যেই ছাত্ররা এই অভ্যুত্থানের সামনে থেকে নেতৃত্ব দিয়েছে তাদের প্রতি এতটুকু শ্রদ্ধা সকল রাজনৈতিক দলের, ব্যক্তিবর্গের থাকা উচিত।”