গণহত্যাকারীদের বিচারের আগে নির্বাচন চায় না জনগণ, সম্প্রতি এক কর্মী সম্মেলনে বক্তব্য রাখা কালী এমন কথা বলেন জামায়াতে আমির ডা. শফিকুর রহমান।
প্রায় দেড় যুগ পর দলীয় কর্মসূচিতে উপস্থিত জামায়াত নেতাকর্মীদের। শনিবার কক্সবাজারে কর্মী সম্মেলন হয় জামায়াত কর্মীদের।
সেখানে প্রধান অতিথি হিসেবে ছিলেন ডাক্তার শফিকুর রহমান। তিনি সকল অন্যায় অপকর্ম ও দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন।
সেখানে তিনি বলেন, রাজনীতি করবেন যার যার আদর্শ নিয়ে কিন্তু রাজনীতির সাথে চাঁদাবাজি এবং দুর্নীতির কোন সম্পর্ক নাই।
তিনি আরো বলেন, দয়া করে আমাদের হাজার হাজার সন্তানেরা যারা খুন হলো, গুম হলো তাদের রক্তের প্রতি একটু সম্মান দেখান।
সেখানেই বক্তব্য রাখাকালীন তিনি গণহত্যাকারীদের বিচারের আগে নির্বাচন চায় না জনগণ এমন মন্তব্য করেন।