অনলাইন সংবাদ: গুগল সংবাদ (নিউজ) বিভাগ থেকে গত বছরের অক্টেবরে কয়েক ডজন কর্মী ছাঁটাই করেছিলো। মন্থর প্রবৃদ্ধি ও অনিশ্চিত সংকটের কারণে প্রতিষ্ঠানটি কর্মী ছাঁটাই করছিলো।
গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট ওয়ার্কার্স ইউনিয়নের মুখপাত্রের মতে গুগল নিউজ থেকে অন্তত ৪০ থেকে ৪৫ জন কর্মী চাকরি হারিয়েছেন, তবে তিনি সঠিক সংখ্যা জানাতে পারেননি।
সেসময় গুগলের একজন মুখপাত্র কর্মী ছাঁটাইয়ের বিষয়টি নিশ্চিত করেছিলো, তবে তিনিও ছাঁটাই হওয়া কর্মীদের সঠিক সংখ্যা জানাতে পারেননি। তিনি বলেছেন, এখনো নিউজ বিভাগে শত শত কর্মী কাজ করছেন।
গুগলের এই মুখপাত্র বলেন, ‘আমরা তথ্য ব্যবস্থার প্রতি গভীরভাবে প্রতিশ্রুতিবদ্ধ। আর সংবাদ দীর্ঘমেয়াদি বিনিয়োগের একটি অংশ। আমরা প্রতিষ্ঠানে কিছু অভ্যন্তরীণ পরিবর্তন এনেছি। এতে অল্পসংখ্যক কর্মী ক্ষতিগ্রস্ত হয়েছেন। আমরা এসব কর্মীর ক্রান্তিকালীন সময়, আউটপ্লেসমেন্ট পরিষেবা এবং অন্য কোথাও কাজ পেতে সহায়তা করব।’
ছাটাই হওয়া কর্মীদের জীবন যাত্রা সম্পর্কে গুগল কতৃপক্ষ থেকে কিছুই জানা যায়নি। তবে আকাধিক সূত্রমতে জানা যায় তারা বিভিন্ন কোম্পানিতে নিজেদের ক্যারিয়ার নিয়ে ব্যস্ততম সময় পার করছে।