ময়মনসিংহের গৌরীপুরে শুক্রবার, ২৩ জানুয়ারি/২০২৬ইং উপজেলার ২নং গৌরীপুর ইউনিয়নের গজন্দর গ্রামে আনসার ও ভিডিপি সদস্যদের স্বেচ্ছাশ্রমে রেললাইনের পাশ্ববর্তী ৩ কিলোমিটার রাস্তা মেরামত ও সংস্কার করা হয়।
উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. ফরহাদ হোসেন, উপজেলা প্রশিক্ষক শহিদুল ইসলাম, প্রশিক্ষিকা সুমাইয়া সুলতানা মেরামত কার্যক্রমে পরিদর্শন ও তত্বাবধান করেন।
স্বেচ্ছাশ্রমে কার্যক্রমে এছাড়াও অংশ নেন মো. ফেরদৌস, দলনেত্রী বেবি নাজনীন, ওয়ার্ড দলনেতা সামছুজ্জামান আরিফ, ভিডিপি সদস্য বাদশা মিয়া, মাহবুব আলম, রহমত উল্লাহ রাফি, আশিক মিয়া, সোহেল মিয়া, মো. মোস্তাকিম আহমেদ, মোকসেদুল মমিন, আমানুল্লাহ মিঠুন, শহিদুল ইসলাম, খায়রুল ইসলাম আবির প্রমুখ।
গজন্দর গ্রামের আশরাফুল ইসলাম জানান, এ সড়কটুকু মেরামত হওয়ায় এলাকার ৩-৪শ পরিবার উপকৃত হবেন। একই গ্রামের রেজিয়া আক্তার জানান, এ সড়কটি দিয়ে রিকশাও চলাচল করতে পারতো না। বর্ষাকালে এ দিক দিয়ে যাওয়া বন্ধ হয়ে গেছিলো। মেরামত করায় এ বর্ষায় আর দুর্ভোগ থাকবে না।
ওয়ার্ড দলনেতা সামছুজ্জামান আরিফ জানায়, গজন্দর গ্রামের তিন থেকে চারশত জন মানুষের দৈনন্দিন চলাচলের জন্য উক্ত রাস্তাটি একমাত্র যোগাযোগ মাধ্যম কিন্তু দীর্ঘদিন যাবৎ রাস্তাটি ভগ্নদশায় থাকায় এলাকাবাসীর স্বাভাবিক চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হয় এবং জনজীবন দুর্বিষহ হয়ে ওঠে এ প্রেক্ষাপটে সামাজিক দায়বদ্ধতা ও স্বেচ্ছাসেবার মনোভাব থেকে আনসার ও ভিডিপি সদস্যগণ সম্মিলিত ভাবে সড়কটি মেরামতের উদ্যোগ গ্রহণ করেন।
এ সময় এলাকাবাসী আনসার ও ভিডিপি সদস্যদের এ ধরনের জন কল্যাণ মূলক ও মানবিক উদ্যোগের জন্য সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সংশ্লিষ্ট কর্মকর্তাগণ আনসার ও ভিডিপি সদস্যদের স্বেচ্ছাশ্রম ভিত্তিক এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
মো : মাহফুজুর রহমান
০১৮৫ ৯৭৭৯৯০৩

মোঃ মাহফুজুর রহমান, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি 



















