রাজধানী ঢাকার মোহাম্মদপুরের চন্দ্রিমা উদ্যান এলাকার একটি বাসায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ একই পরিবারের তিন জন দগ্ধ হয়েছেন।
বুধবার (৭ মে) ভোর ৪টার দিকে চন্দ্রিমা উদ্যান এলাকার ১১ নম্বর রোডের একটি তিন তলা বাড়ির নিচতলায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহতদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
দগ্ধরা হলেন- ফাতেমা বেগম (৪০) তার মেয়ে সাদিয়া আফরিন (২০) ও সাদিয়ার ১১ মাস বয়সী মেয়ে ইরশাত জাহান। তাদেরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. মো. শাওন বিন রহমান জানান, শিশুর শরীরে ৩০ শতাংশ পুড়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক। তাকে ভর্তি রাখা হয়েছে। এছাড়া বাকি দুজনের শরীরের ৭ শতাংশ করে দগ্ধ হয়েছে। তাদের অবজারভেশনে রাখা হয়েছে।
আহতের স্বজনরা জানান, ফাতেমা গ্রিন রোডের একটি ক্লিনিকে আয়ার কাজ করেন। চলতি মাসের শুরুতেই ওই বাসাতে উঠেছিলেন তারা। গত রাতে বাসাটিতে তিনজনই ছিলেন। ফাতেমার বড় মেয়ে সাদিয়ার স্বামীও ওই বাসায় থাকতেন। তবে পেশাগত কারণে মঙ্গলবার রাতে তিনি বাসায় ছিলেন না। এরমধ্যে বুধবার সকালে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে।
ফাতেমার বোন জান্নাতুল ফেরদৌস জানান, মঙ্গলবার রান্নার জন্য একটি গ্যাস সিলিন্ডার কিনেছিলেন ফাতেমা। রাতে যখন তারা সবাই ঘুমিয়েছিল, সেই সময় বিকট শব্দে বাসায় বিস্ফোরণ হয়। কিভাবে বিস্ফোরণ হয়েছে তা বুঝতে পারছেন না।