চাঁদাবাজ, খুনি ও টাকা পাচারকারীদের বাংলার জমিনে দাঁড়াতে দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মোহাম্মাদ রেজাউল করিম। তিনি বলেন, যারা ব্যক্তি স্বার্থকে অগ্রাধিকার দেয়, বিদেশি প্রেসক্রিপশন বাস্তবায়নে ব্যস্ত, তাদেরকে বাংলাদেশে মাথা উঁচু করে দাঁড়াতে দেওয়া যাবে না। ইসলামের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
গতকাল বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার কাপুড়িয়া পট্টিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
চরমোনাই পীর বলেন, ‘আমরা এদেশে জন্ম নিয়েছি। দেশের ভালোমন্দ নিয়ে চিন্তা করা আমাদের দায়িত্ব। ৫ আগস্টের পর দেশ গঠনের একটি সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছে। এখন সময় এসেছে রাজপথে, ময়দানে ইসলামের পক্ষে, মানবতার পক্ষে এবং দেশ গড়ার পক্ষে স্লোগান তোলার।’
মোরেলগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা এইচ এম সাইফুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে আরও বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর হাফেজ মাওলানা আব্দুল আউয়াল, বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলীম, ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী মাওলানা ওমর ফারুক বিন নূরী, জেলা সভাপতি মাওলানা মাহফুজুর রহমান এবং সাধারণ সম্পাদক মোশাররফ হোসাইন।
দুপুরের পর থেকেই বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে আসা নেতাকর্মীদের ভিড়ে কানায় কানায় পূর্ণ হয়ে যায় সমাবেশস্থল। বক্তারা আগামী জাতীয় নির্বাচনে ইসলামের পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
অধ্যক্ষ আব্দুল আলীম বলেন, ‘বাংলাদেশের মানুষ আর প্রহসনের নির্বাচন মেনে নেবে না। ইসলাম ও মানবতার বিজয়ের জন্য সবাইকে একত্রিত হতে হবে।’