আবার ছয় বলে ছয় ছক্কা মারার ঘটনা ঘটেছে। ভারতের অন্ধ্র প্রদেশের ব্যাটার ভামসি কৃষ্ণা দেশটির কর্নেল সি কে নাইডু ট্রফিতে আজ রেলওয়ের স্পিনার দামানদীপ সিংয়ের বিপক্ষে এই রেকর্ড গড়েন।
পরিংখ্যান অনুযায়ী পেশাদার ক্রিকেট এ নিয়ে ১১ বার দেখল এক ওভারে ছয়টি ছয় মারার ঘটনা। আন্তর্জাতিক ক্রিকেটে এমন ঘটনা আছে চারটি।
এর বাইরে প্রতিযোগিতামূলক ক্রিকেটে এর আগে ছয়জন এক ওভারের সবগুলো বল বাউন্ডারি ছাড়া করেছেন। এবার সেই সংখ্যা দাঁড়াল সাতজনে।
বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া ‘বিসিসিআই ডোমেস্টিক’ নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের ঘরোয়া ক্রিকেটের খবর জানায়। সেখানে আজ এক বিবৃতিতে তারা লিখেছে, ‘এক ওভারে ছয় ছক্কার অ্যালার্ট! কাড়াপাতে কর্নেল সি কে নাইডু ট্রফির ম্যাচে অন্ধ্র-র ভামসি কৃষ্ণা তার ৬৪ বলে ১১০ রানের ইনিংসের পথে রেলওয়েজের স্পিনার দামানদীপ সিংয়ের এক ওভারে ছয় ছক্কা মেরেছেন!’