ছাত্রদল নেতাকে ছিনিয়ে নিয়ে গেলেন নেতাকর্মীরা থানা থেকে
এ বিষয়ে নাটোর জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ফারজানা সারমিন পুতুল বলেন, ‘পুলিশ আমাকে ফোন করে জানায় যে, আপনার সমর্থকরা থানা থেকে আসামি ছিনিয়ে নিয়ে গেছেন। আমি বলি, কিভাবে আসামি ছিনিয়ে নিয়ে গেলো? পুলিশ কোথায় ছিল? এসপি এবং ডিআইজকে বলেছি দ্রুত আসামিকে গ্রেপ্তার করতে। স্থানীয় পুলিশ সদস্যরা আমাকে জানায়, ওসির সহযোগিতা ছাড়া আসামি ছাড়িয়ে নেওয়া সম্ভব নয়।’
এ বিষয়ে নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন আমাদের সময়কে বলেন, ‘আটকের পর থানার ভেতরে ছাত্রদলের কিছু লোকজন এসে পুলিশের কাছ থেকে আসামিকে ছিনিয়ে নিয়ে গেছেন। এ ঘটনায় পুলিশের কোনো গাফলতি আছে কি না তা তদন্ত করা হবে। এবং যারা থানায় এসে আসামিকে ছিনিয়ে নিয়ে গেছেন, তাদের চিহ্নিত করা হবে। এ বিষয়ে যৌথবাহিনী অভিযানে রয়েছে।’
এদিকে আসামিসহ জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে পুলিশের এ কর্মকর্তা জানান।

নাটোর প্রতিনিধি 






















