ময়মনসিংহ , বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
একই স্থানে বিএনপির দুই গ্রুপের কর্মসূচিতে প্রশাসনের নিষেধাজ্ঞা কুমিল্লায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের রায় নিয়ে যা : আমির খসরু তারেক রহমান জন্মদিনে নারীদের ৫ প্রতিশ্রুতি দিলেন সাফল্য-ব্যর্থতার সমালোচনায় পুরো চিত্র প্রতিফলিত হয় না বললেন শফিকুল আলম রাঙ্গামাটিতে চলছে হরতাল কোটা বৈষম্যের প্রতিবাদে মুশফিক শততম ম্যাচে সেঞ্চুরি দিয়েই রাঙালেন রাঙ্গামাটি জেলা পরিষদের নিয়োগে কোটা বৈষম্যের প্রতিবাদে হরতাল চলছে শেখ হাসিনা-কামালকে দেশে ফেরাতে এনসিবির ইন্টারপোলকে চিঠির প্রস্তুতি বাড়ছে শীতের দাপট পঞ্চগড়ে , তাপমাত্রা নেমে ১৩ ডিগ্রির ঘরে বাবা আমার সঙ্গেই আছে বললেন নিষাদ হুমায়ূন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

‘ছাত্রলীগ’ রাবির তিন শিক্ষার্থীর ওপর হামলা আখ্যা দিয়ে

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ১০:০০:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
  • ১৫ বার পড়া হয়েছে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কাজলা গেইট সংলগ্ন একটি রেস্তোরাঁয় রাতের খাবার খাওয়ার সময় ‘ছাত্রলীগ’ আখ্যা দিয়ে মুখোশধারী একদল ব্যক্তির হামলায় তিন শিক্ষার্থী আহত হয়েছেন। বুধবার (১৯ নভেম্বর) রাত ১১টার দিকে কাজলা ক্যান্টিনে এ ঘটনা ঘটে। হামলাকারীরা দেশি অস্ত্র ব্যবহার করে বলে অভিযোগ পাওয়া গেছে।

ঘটনার পর মধ্যরাতে আহত শিক্ষার্থীদের সহপাঠীরা দোষীদের শাস্তির দাবিতে কাজলা গেইটে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

আহত তিন শিক্ষার্থী হলেন— ফিন্যান্স বিভাগের ২০২১-২১ শিক্ষাবর্ষের আল ফারাবী, একই বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের তাহমিদ আহমেদ বখশী, নাট্যকলা বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের মিনহাজ রহমান।

এর মধ্যে দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং একজনকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান জানান, মুখে কাপড় বেঁধে এবং হেলমেট পরে কয়েকজন শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। দুই শিক্ষার্থীকে তুলে নেওয়ার ঘটনাও ঘটেছে। এ সময় পুলিশের কার্যক্রম সন্তোষজনক ছিল না।

উদ্ধার হওয়ার পর শিক্ষার্থী তাহমিদ আহমেদ বখশী বলেন, রেস্তোরাঁর সামনে আমাকে পিটিয়ে রিকশায় তুলে সুইট মোড়ের দিকে নিয়ে যায়। পরে অন্ধকার জায়গায় বসিয়ে বিভিন্ন প্রশ্ন করে। এরমধ্যে একটি ফোন আসে এবং কেউ বলে, ‘আসলটাকে পেয়েছি।’ আমি বলি যে আমি ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্ট নই। পরে তারা আমাকে কাজলার মোল্লা স্কুলের কাছে ফেলে চলে যায়। মুখ বাঁধা থাকায় কাউকে চিনতে পারিনি।

আহত শিক্ষার্থী মিনহাজ রহমান বলেন, আমি ক্যান্টিনে খাবার নিতে গিয়েছিলাম। এসময় কয়েকজন একজনকে মারধর শুরু করলে আমি ঠেকাতে গেলে আমাকেও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়।

মতিহার থানার ওসি আব্দুল মালেক জানান, ঘটনার বিষয়ে পুলিশ অভিযানে নেমেছে। পরে বিস্তারিত জানানো হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

একই স্থানে বিএনপির দুই গ্রুপের কর্মসূচিতে প্রশাসনের নিষেধাজ্ঞা কুমিল্লায়

‘ছাত্রলীগ’ রাবির তিন শিক্ষার্থীর ওপর হামলা আখ্যা দিয়ে

আপডেট সময় ১০:০০:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কাজলা গেইট সংলগ্ন একটি রেস্তোরাঁয় রাতের খাবার খাওয়ার সময় ‘ছাত্রলীগ’ আখ্যা দিয়ে মুখোশধারী একদল ব্যক্তির হামলায় তিন শিক্ষার্থী আহত হয়েছেন। বুধবার (১৯ নভেম্বর) রাত ১১টার দিকে কাজলা ক্যান্টিনে এ ঘটনা ঘটে। হামলাকারীরা দেশি অস্ত্র ব্যবহার করে বলে অভিযোগ পাওয়া গেছে।

ঘটনার পর মধ্যরাতে আহত শিক্ষার্থীদের সহপাঠীরা দোষীদের শাস্তির দাবিতে কাজলা গেইটে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

আহত তিন শিক্ষার্থী হলেন— ফিন্যান্স বিভাগের ২০২১-২১ শিক্ষাবর্ষের আল ফারাবী, একই বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের তাহমিদ আহমেদ বখশী, নাট্যকলা বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের মিনহাজ রহমান।

এর মধ্যে দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং একজনকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান জানান, মুখে কাপড় বেঁধে এবং হেলমেট পরে কয়েকজন শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। দুই শিক্ষার্থীকে তুলে নেওয়ার ঘটনাও ঘটেছে। এ সময় পুলিশের কার্যক্রম সন্তোষজনক ছিল না।

উদ্ধার হওয়ার পর শিক্ষার্থী তাহমিদ আহমেদ বখশী বলেন, রেস্তোরাঁর সামনে আমাকে পিটিয়ে রিকশায় তুলে সুইট মোড়ের দিকে নিয়ে যায়। পরে অন্ধকার জায়গায় বসিয়ে বিভিন্ন প্রশ্ন করে। এরমধ্যে একটি ফোন আসে এবং কেউ বলে, ‘আসলটাকে পেয়েছি।’ আমি বলি যে আমি ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্ট নই। পরে তারা আমাকে কাজলার মোল্লা স্কুলের কাছে ফেলে চলে যায়। মুখ বাঁধা থাকায় কাউকে চিনতে পারিনি।

আহত শিক্ষার্থী মিনহাজ রহমান বলেন, আমি ক্যান্টিনে খাবার নিতে গিয়েছিলাম। এসময় কয়েকজন একজনকে মারধর শুরু করলে আমি ঠেকাতে গেলে আমাকেও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়।

মতিহার থানার ওসি আব্দুল মালেক জানান, ঘটনার বিষয়ে পুলিশ অভিযানে নেমেছে। পরে বিস্তারিত জানানো হবে।