সোমবার (২১ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ইশরাক হোসেন বলেন, ‘এই নৃশংস হত্যাকাণ্ডে যারাই জড়িত, তাদের সবাইকে দ্রুত আইনের আওতায় আনতে হবে। কেউ যদি এখনো ধরা-ছোঁয়ার বাইরে থাকে, তাকেও অবিলম্বে গ্রেপ্তার করতে হবে।’
উল্লেখ্য, গত শনিবার বিকেলে রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ইংরেজি বিভাগ ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে ছুরিকাঘাতে নিহত হন টেক্সটাইল বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ। এ ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হলেও এখনো মূল হোতারা ধরা-ছোঁয়ার বাইরে রয়েছে বলে অভিযোগ উঠেছে।
নিহত পারভেজ ছাত্রদলের কর্মী ছিলেন বলে দাবি করেছেন সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম।
ইশরাক হোসেন এই হত্যাকাণ্ডকে ‘সুপরিকল্পিত’ আখ্যা দিয়ে বলেন, ‘এটি কোনো সাধারণ সংঘর্ষ নয়। এর পেছনে যেসব কুচক্রী মহলের হাত রয়েছে, তাদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনতেই হবে।’