টলিউড সুপারস্টার ও ভারতের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী দীপক অধিকারী ওরফে দেবকে বহনকারী হেলিকপ্টারে আগুন লাগার ঘটনা ঘটেছে। গত শুক্রবার ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদহ (মালদা) জেলায় এ দুর্ঘটনা ঘটে। তবে পুরোপুরি সুস্থ আছেন দেব।
ভারতীয় সংবাদমাধ্যম ‘সংবাদ প্রতিদিনের’ খবরে বলা হয়, দেবকে বহনকারী হেলিকপ্টারটিতে মালদহ হেলিপ্যাড থেকে ওড়ার পরই আগুন লাগে। এ ঘটনার পর তাৎক্ষণিক মালদহ হেলিপ্যাডেই জরুরি হেলিকপ্টারটির জরুরি অবতরণ করেন পাইলট।
তবে হেলিকপ্টারে আগুন লাগলেও অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন দেব। দুর্ঘটনার কবলে পড়েও থেমে থাকেননি তৃণমূলের এই তারকা প্রার্থী। যোগ দিয়েছেন বথুয়ায় তৃণমূলের নির্বাচনি জনসভায়।এই মুহূর্তে ভোটের প্রচারে ব্যস্ত রয়েছেন পশ্চিম মেদেনীপুরের ঘাটালের দুবারের সংসদ সদস্য দেব। তৃণমূলের একনিষ্ঠ সৈনিকের মতোই ছুটে বেড়াচ্ছেন দলীয় কর্মসূচিতে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, দুর্ঘটনার খবর পেয়ে তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা ব্যানার্জি ফোনে দেবের খোঁজখবর নিয়েছেন।