বর্তমানে ফেসবুক শুধু ছবি, ভিডিও বা মনের অবস্থা বন্ধুদের সঙ্গে ভাগ করে নেওয়ার প্ল্যাটফর্ম না। বিশ্বের অন্যতম জনপ্রিয় সোশ্যাল মিডিয়া সাইট ফেসবুক থেকে এখন আয় করা যায় লাখ লাখ টাকা। এখানে প্রতি মুহূর্তে কয়েকশ কোটি মানুষ লগইন করছেন।
ফেসবুক খুললেই ঢেউয়ের মতো আসতে শুরু করে ফ্রেন্ড রিকোয়েস্ট। চেনা নেই, জানা নেই, কিন্তু রিকোয়েস্ট পাঠিয়ে দিল। ডিলিট করতে করতে বিরক্ত। এই যন্ত্রণা থেকে বাঁচতে সেটিংস বদলে নিন। কারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে সেটাই আগেভাগে ঠিক করে দিতে হবে। জেনে নিন কীভাবে কাজটি করবেন-
অ্যান্ড্রয়েড ফোনে করতে হলে-
>> ফেসবুক অ্যাপের উপরের ডানদিকে মেনু আইকনে ক্লিক করুন।
>> স্ক্রোল করে ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’তে গিয়ে ক্লিক করতে হবে সেটিংস অপশনে।
>> এরপর ‘অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি’ অপশন আসবে।
>> এতে ক্লিক করলে ‘হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কনট্যাক্ট ইউ’ অপশন পাবেন।
>> এখান থেকে ‘হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট’ অপশনে ক্লিক করলে দুটি অপশন আসবে – ‘এভরিওয়ান’ এবং ‘ফ্রেন্ডস অব ফ্রেন্ডস’। যে কোনো একটা বেছে নিন।
কম্পিউটার থেকে করতে হলে-
>> ফেসবুকে হোমপেজের উপরের ডানদিকে প্রোফাইল পিকচারে ক্লিক করুন।
>> সেখানে ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’-তে গিয়ে ক্লিক করতে হবে ‘সেটিংস’ অপশনে।
>> একটা নতুন পেজ খুলে যাবে। বাঁ দিকের কলামে ‘প্রাইভেসি’তে ক্লিক করলে বেশ কিছু অপশন ভেসে উঠবে।
>> এর মধ্যে একটা হল ‘হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট’।
>> এতে ক্লিক করলে ‘এডিট’ অপশন আসবে।
>> খুলে যাবে ড্রপডাউন মেনু। এখানে দুটি অপশন থাকবে – ‘এভরিওয়ান’ এবং ‘ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস’। পছন্দমতো যে কোনো একটা বেছে নিতে হবে।