রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক আনোয়ারা বেগম আনুকে গ্রেপ্তার করেছে পুলিশআজ বৃহস্পতিবার (২৯ মে) তাকে আদালতে হাজির করা হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় একটি হত্যার ঘটনায় ছাত্রদল নেতার করা মামলায় বীর মুক্তিযোদ্ধা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি)।
গত বুধবার (২৮ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে শিক্ষার্থীরা তাকে পুলিশের হাতে তুলে দেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাজধানীর সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম।
সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে, গ্রেপ্তার আনোয়ারা বেগম সাংবিধানিক প্রতিষ্ঠান সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সাবেক সদস্য। এছাড়া তিনি জবির আপগ্রেডেশন বোর্ডের একজন নমিনি। তাকে রেজিস্ট্রার দপ্তর থেকে চিঠি দিয়ে ক্যাম্পাসে আসতে বলা হয়েছিল বলে জানিয়েছেন তিনি।
তবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক বিষয়টি অবগত নন বলে জানিয়েছেন। তিনি বলেন, অধ্যাপক আনোয়ারা বেগমের ক্যাম্পাসে আসা কিংবা তার বিরুদ্ধে মামলার বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন অবগত নয়। পুলিশ উনাকে ক্যাম্পাসের বাইরে থেকে গ্রেফতার করেছে বলে জেনেছি।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান মো. মেজবাহ উল আজম সওদাগর বলেন, তাকে বিভাগ থেকে ডাকা হয়নি। বোর্ড (আপগ্রেডেশন) মিটিংয়ে ডাকার কোনো এখতিয়ার বিভাগের নেই। যতদূর জানি, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে চিঠি দিয়ে তাকে ডাকা হয়েছিল।