আজ সোমবার (১৩ জানুয়ারি) দুপুর দেড়টার মধ্যে মন্ত্রণালয় থেকে প্রতিনিধি না আসলে সচিবালয়মুখী পদযাত্রার ঘোষণা দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অনশনরত শিক্ষার্থীরা। আজ দুপুর ১২টায় এ ঘোষণা প্রদান করেন বোটানি ডিপার্টমেন্টের ১৩ ব্যাচের শিক্ষার্থী এ কে এম রাকিব।
এ কে এম রাকিব বলেন, ‘আজ দুপুর দেড়টার মধ্যে যদি বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনো প্রতিনিধি না আসে, তাহলে আমরা সচিবালয়মুখী পদযাত্রা শুরু করব।’
এর আগে আজ সোমবার সকাল সাড়ে ৮টায় শিক্ষার্থীরা জবির প্রধান গেইটে তালা ঝুলিয়ে দেন।