অনলাইন সংবাদ: মঙ্গলবার রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ রফিক-জব্বার হল ও শেখ রাসেল হলের মধ্যবর্তী দেয়াল অপসারণকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
সূত্রমতে সন্ধ্যা সাতটা থেকে দুই হলের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে রাত সাড়ে নয়টার দিকে দুই হলের শিক্ষার্থীদের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। দফায় দফায় ইটপাটকেল নিক্ষেপ চলার পর রাত একটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম, নিরাপত্তা শাখা এবং আশুলিয়া ও সাভার থানা-পুলিশের সহায়তায় পরিস্থিতি স্বাভাবিক হয়। এতে উভয় পক্ষের অন্তত সাতজন আহত হয়েছেন।