পিরোজপুরে সনাতন সম্প্রদায়েরর চারজন বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। ১১ এপ্রিল থেকে ২৫ এপ্রিল পর্যন্ত চলমান সদস্য সংগ্রহ ফরম পূরণ অভিযানের অংশ হিসাবে তারা প্রাথমিক সদস্য ফরম পূরণ করে দলটিতে যোগদান করেছেন।
তারা হলেন- ইন্দুরকানী উপজেলার পত্তাশী ইউনিয়নের পত্তাশী গ্রামের স্কুলশিক্ষক পলাশ কান্তি মন্ডল (৪৭), ইন্দুরকানী সদর ইউনিয়নের ইন্দুরকানী গ্রামের রবিন ডাকুয়া (৩৫), রতন বিশ্বাস (৪২) ও কালাইয়া গ্রামের বিমল ব্যাপারী (৫০)।
এর আগে বুধবার সন্ধ্যায় ইন্দুরকানীতে গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ইন্দুরকানী উপজেলা সদর ইউনিয়ন শাখা এই কর্মসূচি পরিচালনা করছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও ইন্দুরকানী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাসুদ সাঈদী।