সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধি এলাকায় দাফনের দ্বিতীয় দিনও কড়া নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। রাজধানীর জিয়া উদ্যানের মূল এলাকায় কাউকেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। ভেতরে পবিত্র কুরআনের খতম পাঠ করছেন বেশ কয়েকজন হাফেজ।
আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে জিয়া উদ্যানের মূল ফটকের সামনে (বেইলি ব্রিজ) এমন দৃশ্য দেখা যায়। সংসদ ভবনের বিপরীতে শহীদ জিয়ার মাজারে পুলিশ, র্যাব ও সেনাবাহিনীসহ নিরাপত্তা বাহিনীর সদস্যরা দায়িত্বে ছিলেন। দুপুর পৌনে ১২টা পর্যন্ত মাজারে বিএনপির সিনিয়র নেতাদের ছাড়া কাউকে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।
বেলা সাড়ে ১১টার দিকে হাফেজরা মাজারে প্রবেশ করে কুরআনের খতম পাঠ শুরু করেন। মাজারের মূল ফটকসহ পুরো এলাকা কড়া নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। এর আগে সমাধি এলাকার সামনের সড়ক পুরোপুরি বন্ধ রাখা হয়েছিল।
প্রায় ৮০ বছর বয়সী তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনির সমস্যাসহ নানা জটিলতায় ভুগছিলেন। গত ২৩ নভেম্বর অসুস্থ হয়ে পড়লে তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় এবং মৃত্যুর আগ পর্যন্ত সেখানেই চিকিৎসাধীন ছিলেন।

ডিজিটাল রিপোর্ট 


















