ময়মনসিংহ , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.
শাফিন আহমেদের জমজমাট কনসার্ট

ময়মনসিংহের জিলা স্কুল মাঠে অক্ষর ব্যান্ডের মিউজিক শো

গতকাল শুক্রবার । বিকেল  সাড়ে ৪ টায় শুরু হয় ময়মনসিংহের লোকাল ব্যান্ড অক্ষর-এর জমজমাট মিউজিক শো। বাংলাদেশের জনপ্রিয় গানগুলো পরিবেশন করার মাধ্যমে উপস্থিত দর্শকদের মাতিয়ে তোলে।  অক্ষরের বেস গীটারিস্ট তনয় দৈনিক মাটি ও মানুষকে বলেন- শাফিন আহমেদ বিখ্যাত একজন মিউজিশিয়ান। উনার সাথে আমরা একই মঞ্চে গান করতে পেরে আনন্দিত। আমাদের  পুরো টিম চেয়েছে দর্শকদের ভালো কিছু সময় উপহার দিতে।

সন্ধ্যার পর মঞ্চে আসেন শাফিন আহমেদ ও তার দল ভয়েস অব মাইলস। তারা ৯৪ তম জিলা স্কুল ব্যাচের রি-ইউনিয়নের আয়োজকদের স্বাগত জানিয়ে । প্রোগ্রাম শুরু করেন। মাইলসের সবচেয়ে জনপ্রিয় গানগুলো তারা পরিবেশন করেন। রাত সাড়ে ১০ টা পর্যন্ত উপস্থিত দর্শকরা শাফিন আহমেদের সাথে মিউজিক উপভোগ করে।

বিকেল ৪ টার পর একে একে জড়ো হতে থাকে

ময়মনসিংহের মিউজিক অঙ্গনের নতুন পুরাতন সব মিউজিশিয়ানরা। তাদের মিলন-মেলায় রি-ইউনিয়ন আরো জমকালো হয়ে উঠে। সাড়ে ৪ টার পর মঞ্চে উঠে স্টেজ পারফর্ম শুরু করে ময়মনসিংহের জনপ্রিয় ব্যান্ড অক্ষর। ধীরে ধীরে কানায় কানায় পূর্ণ হয়ে উঠে জিলা স্কুল বোডিং মাঠ।

শাফিন আহমেদ মঞ্চে উঠলে -দর্শকদের ঢল নামে । পুরো মাঠ জুড়ে দর্শকরা নেচে-গেয়ে কনসার্টটি উপভোগ করেন।

মাটি ও মানুষ প্রতিনিধির সাথে একান্ত আলাপচারিতায় শাফিন আহমেদ   ৯৪ তম ব্যাচের সকলকে ও উদীয়মান অক্ষর ব্যান্ডকে  ধন্যবাদ জানান।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

Admin

doinikmatiomanuss.com

শাফিন আহমেদের জমজমাট কনসার্ট

ময়মনসিংহের জিলা স্কুল মাঠে অক্ষর ব্যান্ডের মিউজিক শো

আপডেট সময় ০৫:০০:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৪

গতকাল শুক্রবার । বিকেল  সাড়ে ৪ টায় শুরু হয় ময়মনসিংহের লোকাল ব্যান্ড অক্ষর-এর জমজমাট মিউজিক শো। বাংলাদেশের জনপ্রিয় গানগুলো পরিবেশন করার মাধ্যমে উপস্থিত দর্শকদের মাতিয়ে তোলে।  অক্ষরের বেস গীটারিস্ট তনয় দৈনিক মাটি ও মানুষকে বলেন- শাফিন আহমেদ বিখ্যাত একজন মিউজিশিয়ান। উনার সাথে আমরা একই মঞ্চে গান করতে পেরে আনন্দিত। আমাদের  পুরো টিম চেয়েছে দর্শকদের ভালো কিছু সময় উপহার দিতে।

সন্ধ্যার পর মঞ্চে আসেন শাফিন আহমেদ ও তার দল ভয়েস অব মাইলস। তারা ৯৪ তম জিলা স্কুল ব্যাচের রি-ইউনিয়নের আয়োজকদের স্বাগত জানিয়ে । প্রোগ্রাম শুরু করেন। মাইলসের সবচেয়ে জনপ্রিয় গানগুলো তারা পরিবেশন করেন। রাত সাড়ে ১০ টা পর্যন্ত উপস্থিত দর্শকরা শাফিন আহমেদের সাথে মিউজিক উপভোগ করে।

বিকেল ৪ টার পর একে একে জড়ো হতে থাকে

ময়মনসিংহের মিউজিক অঙ্গনের নতুন পুরাতন সব মিউজিশিয়ানরা। তাদের মিলন-মেলায় রি-ইউনিয়ন আরো জমকালো হয়ে উঠে। সাড়ে ৪ টার পর মঞ্চে উঠে স্টেজ পারফর্ম শুরু করে ময়মনসিংহের জনপ্রিয় ব্যান্ড অক্ষর। ধীরে ধীরে কানায় কানায় পূর্ণ হয়ে উঠে জিলা স্কুল বোডিং মাঠ।

শাফিন আহমেদ মঞ্চে উঠলে -দর্শকদের ঢল নামে । পুরো মাঠ জুড়ে দর্শকরা নেচে-গেয়ে কনসার্টটি উপভোগ করেন।

মাটি ও মানুষ প্রতিনিধির সাথে একান্ত আলাপচারিতায় শাফিন আহমেদ   ৯৪ তম ব্যাচের সকলকে ও উদীয়মান অক্ষর ব্যান্ডকে  ধন্যবাদ জানান।