টেন মিনিট স্কুলের পাঁচ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব বাতিল করেছে স্টার্টআপ বাংলাদেশ। আজ মঙ্গলবার (১৬ জুলাই) সকালে অফিশিয়াল ফেসবুক পেইজে আইসিটি বিভাগের ফ্ল্যাগশিপ ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড ‘স্টার্টআপ বাংলাদেশ’ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের এক পোস্টে এ কথা জানানো হয়।
তাতে বলা হয়েছে, ‘স্টার্টআপ বাংলাদেশ টেন মিনিট স্কুলের জন্য পাঁচ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব বাতিল করেছে।’
এদিকে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেইজে একই ঘোষণা দিয়ে লিখেছেন, ‘টেন মিনিট স্কুল-এর জন্য ৫ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের পক্ষ থেকে বাতিল করা হলো। ’ তবে এর কোনো কারণ জানানো হয়নি।
টেন মিনিট স্কুলের ৫ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব বাতিল করল স্টার্টআপ বাংলাদেশ-
টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা ও সিইও আয়মান সাদিক সম্প্রতি চলমান কোটা সংস্কার আন্দোলনের পক্ষে বেশ কয়েকটি স্ট্যাটাস পোস্ট দিয়েছেন।
এর মধ্যে এক পোস্টে তিনি লিখেছেন, ‘রক্তাক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়! আমার ক্যাম্পাসে রক্ত কেন? প্রতিবাদ জানাই।’ এর আগে আরেকটি পোস্টে তিনি লিখেছেন, ‘কোটা সংস্কার চাই, মেধা হোক সবচেয়ে বড় কোটা।