গাজীপুর মহানগরীর সদর থানার ধীরাশ্রম এলাকায় ডাকাতির করার সময় ডাকাত দলের ৩ জন সদস্যকে আটক করে পুলিশ সোপর্দ করেছে এলাকাবাসী। গতকাল বুধবার (২০ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে।
গাজীপুর মহানগরীর সদর থানাধীন ধীরাশ্রম ভাড়ারুল এলাকার ব্যবসায়ী মজিবুরের বাড়িতে সঙ্ঘবদ্ধ ডাকাত দল ডাকাতি করার সময় মজিবুর, মজিবুরের সহদর ভাই ও ছেলেসহ এলাকাবাসী ডাকাত দলের সদস্যদের আটক করে থানায় সোপর্দ করে।
অভিযোগ সূত্রে জানা যায়, মজিবুর ও তার ভাই, ছেলেসহ এলাকাবাসীর ডাক চিৎকারে সঙ্ঘবদ্ধ ডাকাত দলের ১১/১২ জন ডাকাত দলের সদস্য ভয়ে পালিয়ে যাওয়ার সময় ৩ জন ডাকাত দলের সদস্যকে আটক করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) সদর থানা পুলিশ কে খবর দিয়ে পুলিশের হাতে সোপর্দ করা হয়। এ সময় আরো ৮/৯ জন ডাকাত দলের সদস্য পালিয়ে যায়।
আটক ডাকাত সদস্যরা হলেন, গাজীপুর মহানগর সদর থানার আদাবৈ পেয়ারা বাগানের আব্দুল মান্নানের ছেলে মো. আসিফ(২৩), গাজীপুর মহানগর সদর থানার আদাবৈ, তালুকদার বাড়ির আলম হোসেনের ছেলে সাব্বির হোসেন (২৩), গাজীপুর মহানগর সদর থানার আদাবৈ, কার্টুন ফ্যাক্টরির পাশে শফিক মৃধার ছেলে জিহাদ মৃদা(২৪)।
অভিযোগে মজিবুর রহমান বলেন, বুধবার (২০ আগস্ট) সকালে ধীরাশ্রমে আমি আমার ব্যবসা প্রতিষ্ঠান রাসেল ট্রেডার্সে ও আমার ছেলে বেক্সিমকো ওষুধ কোম্পানিতে চাকরির কাজে চলে যাই, ওই দিন রাত আনুমানিক সাড়ে এগারোটায় আমার স্ত্রী আমাকে মোবাইল ফোনে কল করে জানান আমাদের বাড়িতে ডাকাত এসেছে, তারা দরজায় ধাক্কাধাক্কি করে জানালার থাই গ্লাস ভেঙে ফেলেছে, আর বলছে দরজা না খুলে দিলে ভেঙে ফেলব। আমি ও আমার ছেলে দ্রুত এলাকায় এসে এলাকাবাসীদের সাথে নিয়ে ডাক চিৎকার করলে সঙ্ঘবদ্ধ ডাকাত দলের সদস্যরা পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসীর সহযোগিতায় ৩ জন ডাকাত সদস্যকে আটক করে সদর থানায় খবর দেই, পরে পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে ৩ জন ডাকাত সদস্যকে হেফাজতে নিয়ে নেয়।
এ বিষয়ে জিএমপি সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, ধীরাশ্রম ভাড়ারুল থেকে ৩ জন ডাকাত দলের সদস্যকে আটক করা হয়, ডাকাত দলের সদস্যদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।