বাগেরহাটের মোংলায় ডিভোর্সের জেরে এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার প্রাক্তন স্বামীর বিরুদ্ধে। নিহত গৃহবধূ রঙ্গিলা বেগম (২৮) বিয়ের পর থেকেই স্বামীর নির্যাতনের শিকার হচ্ছিলেন বলে জানিয়েছেন এলাকাবাসী। গতকাল মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে নিজ বাবার বাড়িতে তার ওপর হামলা চালায় প্রাক্তন স্বামী দুলাল শেখ (৩৮)। স্থানীয় জনতা ঘাতক স্বামীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিন বছর আগে মোংলার চিলা ইউনিয়নের গাববুনিয়া ৪ নম্বর ওয়ার্ডের মৃত জাফর শেখের ছেলে দুলাল শেখের সঙ্গে একই এলাকার ইদ্রিস শেখের মেয়ে রঞ্জিলা বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকেই রঞ্জিলাকে নানাভাবে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিল দুলাল। স্থানীয়ভাবে একাধিকবার সালিশ হলেও দুলালের সন্ত্রাসী আচরণ বন্ধ হয়নি।
পরিস্থিতি অসহনীয় হয়ে ওঠায় দেড় মাস আগে রঞ্জিলা দুলালকে ডিভোর্স দেন এবং বাবার বাড়িতে আশ্রয় নেন। ডিভোর্সের পর থেকেই দুলাল ক্ষিপ্ত ছিলেন বলে জানা যায়।
আজ বুধবার (২০ আগস্ট) বিকেলে দুলাল গাববুনিয়ায় রঞ্জিলার বাবার বাড়িতে যায় এবং কথাবার্তার কথা বলে তাকে বাড়ির পেছনের একটি ঘরে ডেকে নেয়। সেখানে প্রথমে ইট দিয়ে আঘাত করে রঞ্জিলাকে মাটিতে ফেলে দেয় এবং পরে ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় রঞ্জিলাকে উদ্ধার করে প্রথমে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে খুলনা মেডিকেল কলেজ হয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে বৃহস্পতিবার ভোর ৬টা ৪০ মিনিটে রঞ্জিলা মারা যান।
ঢাকা থেকে নিহত রঞ্জিলা বেগমের মরদেহ নিজ বাড়ির উদ্দেশে রওনা হয়েছে বলে জানিয়েছেন স্বজনরা।ঘটনার পর স্থানীয় জনতা গাববুনিয়ার জোড়া ব্রিজ এলাকার একটি চায়ের দোকান থেকে দুলালকে আটক করে পুলিশে সোপর্দ করে। মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান বলেন, আসামিকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে অতীত অপরাধের বিষয়ে তদন্ত চলছে এবং রিমান্ডের আবেদন করা হবে।’
স্থানীয়দের দাবি, দুলালের আগের স্ত্রীও নির্যাতনের শিকার হয়ে মৃত্যুবরণ করেন। তার সেই ঘরে দুটি সন্তান রয়েছে। রঞ্জিলাও দুলালের সন্ত্রাসী স্বভাব ও নির্যাতনের শিকার হন। এলাকাবাসীর অভিযোগ, সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতা খবির শেখের ভাই হওয়ায় দুলাল দীর্ঘদিন ধরে প্রভাব খাটিয়ে অপরাধ করে যাচ্ছিলেন।