জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের তারিখ পরিবর্তন করে ডিসেম্বরের প্রথমার্ধে করার দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট।গতকাল বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে প্রশাসনিক ভবনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এই দাবি জানান।
সংবাদ সম্মেলনে ছাত্রফ্রন্টের নেতারা বলেন, বুধবার বিশ্ববিদ্যালয় প্রশাসন বহুল প্রতীক্ষিত জকসু নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। তফসিলে ২২ ডিসেম্বর ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে, যা ‘অযৌক্তিক ও উদ্দেশ্যপ্রণোদিত’।
নেতারা আরও বলেন, ডিসেম্বরের শেষ দিকে জাতীয় নির্বাচন ঘিরে দেশজুড়ে উত্তেজনা বাড়ার আশঙ্কা রয়েছে। এমন সময় জকসু নির্বাচন আয়োজনের সিদ্ধান্তের কোনো যৌক্তিক কারণ নেই।
সংগঠনটির সভাপতি ইভান তাহসীভ বলেন, ‘একটি সুস্থ ও সর্বোচ্চ অংশগ্রহণমূলক নির্বাচন আমাদের বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে গুরুত্বপূর্ণ ঘটনা হতে যাচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর এটিই প্রথম ছাত্র সংসদ নির্বাচন, যা সংকটে জর্জরিত এই ক্যাম্পাসের ভাগ্য পরিবর্তনের সম্ভাবনা রাখে।’

মাটি ও মানুষ ডেস্ক 























