আব্দুর রশিদ
“স্মার্ট হবে স্থানীয় সরকার,নিশ্চিত করবে সেবার অধিকার”এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডোমার উপজেলায় জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৪ এর র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হলো দিবসটি।
মঙ্গলবার(২৭ফেব্রুয়ারি ) সকালে উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা বিআরডিবি কর্মকর্তা মোঃ আবু রাহাত সোহেল রানার সঞ্চালনায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব নাজমুল আলম বিপিএএ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার,মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মনোয়ার হোসেন, উপজেলা পরিসংখ্যান কমকর্তা ওমর আলী।
এ সময় আরো উপস্থিত ছিলেন, ৯নং সোনারায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফিরোজ চৌধুরী,১০নং হরিণচোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাসেল রানা,কেতকীবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রশিদুল ইসলাম রোমান,৫ নং বামুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মমিনুর রহমান,ইউপি সদস্য রমেশ চন্দ্র রায় প্রমুখ।