দেশের বাইরে শিক্ষার্থীদের পড়াশোনার সুযোগ করে দিতে অনুষ্ঠিত হয়েছে ‘গ্লোবাল এডুকেশন রোডম্যাপ ২০২৫’। রাজধানীর হোটেল দ্য ওয়েস্টিন ঢাকায় আয়োজন করা হয় এই শিক্ষা মেলার।
মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআইআইসি এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রাশেদ হোসেন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডনের ইউনিভার্সিটি অব হোলের মিস বাইবা ক্রিয়েভানে, যুক্তরাজ্যের লিডস বিকেড ইউনিভার্সিটির ডিন অধ্যাপক ডেভারাল ক্যাপস।
মেলায় বিশ্বের বিভিন্ন দেশের ১০০টিরও বেশি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি অংশগ্রহণ করেন। আগত শিক্ষার্থীরা তাদের পছন্দের শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি মতবিনিময় ও উচ্চশিক্ষার বিভিন্ন বিষয় সম্পর্কে তাৎক্ষণিক মূল্যায়ন ও পরামর্শ গ্রহণের সুযোগ পান।
বিআইআইসি জানায়, বাংলাদেশের শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের শিক্ষা অর্জনের সুযোগ করে দিতে এবং বৈশ্বিক শিক্ষাব্যবস্থার সঙ্গে পরিচিত করে তুলতে প্রতিষ্ঠানটি নিয়মিতভাবে এ ধরনের মেলার আয়োজন করে যাচ্ছে।
বিআইআইসির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রাশেদ হোসেন বলেন, ‘আমাদের এই এক্সপোর মূল উদ্দেশ্য হলো—বাংলাদেশের শিক্ষার্থীদের সঠিক ও বাস্তবভিত্তিক উচ্চশিক্ষার তথ্য প্রদান করা, যাতে তারা ভুয়া এজেন্ট, বিভ্রান্তিকর পরামর্শ এবং অর্থনৈতিক শোষণ থেকে মুক্ত থেকে নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলতে পারে। আজকের ছাত্ররাই আগামী দিনের বাংলাদেশ গড়বে—এটাই আমাদের বিশ্বাস।’
তিনি আরও বলেন, ‘উচ্চশিক্ষা পরামর্শদান এখন আর শুধুমাত্র ভিসা প্রক্রিয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়। এটি আজ একটি পূর্ণাঙ্গ গাইডলাইন প্ল্যাটফর্ম—যেখানে একজন শিক্ষার্থী জানতে পারে কোন কোর্স তার জন্য উপযুক্ত, কোন দেশ তার স্বপ্ন পূরণের জন্য বাস্তবসম্মত, এবং কীভাবে সে একাডেমিক ও পেশাগতভাবে নিজেকে গড়ে তুলতে পারে।’
পুরো আয়োজন জুড়ে আয়োজক ও শিক্ষার্থীরা ফিলিস্তিনের জনসাধারনের প্রতি সমর্থন জানিয়ে নানা ধরনের প্ল্যাকার্ড প্রদর্শন করেন। এছাড়া ফেস্টিভাল শেষে সবাই মার্চ ফর গাজা কর্মসূচিতে যোগ দেন।