মাটি ও মানুষ ডেস্ক:
টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপপর্বের শেষ ম্যাচে নেপালের বিপক্ষে আইসিসির আচরণবিধি না মানায় শাস্তি পেয়েছেন বাংলাদেশের পেসার তানজিম হোসেন সাকিব। ম্যাচ ফি’র ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে তাকে। নামের পাশে যোগ হয়েছে ডিমেরিট পয়েন্টও।
গত সোমবার সেন্ট ভিনসেন্টের সেই ম্যাচে তৃতীয় ওভারের তানজিমের সঙ্গে কথার লড়াইয়ে নামেন নেপালের অধিনায়ক রোহিত পাউড়েলের।আগ্রাসী মনোভাব নিয়ে রোহিতের দিকে এগিয়ে যান তানজিম, তার গায়ের সঙ্গে স্পর্শও করেন তানজিম।এই ঘটনার রেশ ধরেই তানজিমকে জরিমানা করেছে আইসিসি। ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের শাস্তি তানজিম মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।নেপালের বিপক্ষে সেই ম্যাচে দূর্দান্ত বোলিং করে বাংলাদেশকে জেতাতে তানজিম রাখেন দারুণ অবদান।৪ ওভারে স্রেফ ৭ রান দিয়ে শিকার করেন ৪ উইকেট। ১০৬ রান সংগ্রহ করেও বাংলাদেশ ম্যাচ জিতে নেয় ২১ রানে। তাতে নিশ্চিত হয় সুপার এইটে খেলা। ২১ জুন ভোরে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশ।