ব্রাজিল ও বার্সেলোনার প্রাক্তন ডিফেন্ডার দানি আলভেস। সাম্প্রতিক সময়ে তাকে নিয়ে হচ্ছে তীব্র সমালোচনা, হওয়াটাও স্বাভাবিক। তিনি যে অপরাধটি করেছেন তার প্রাপ্য বিচার হওয়াটাই উচিৎ। তবে নিজের এই অপরাধের জন্য বর্ণাঢ্য ক্যারিয়ারে কালো দাগ ফেললেন তিনি নিজেই।
এই নেতিবাচক ঘটনাটি বাদ দিলে আলভেস সকল দলের সমর্থকদেরই প্রিয় একজন ফুটবলার। ফুটবল ইতিহাসে সব ধরণের প্রতিযোগিতা মিলিয়ে লিওনেল মেসির পরই সবচেয়ে বেশি ৪৩টি শিরোপাধারী হলেন আলভেস। যার মাঝে ২৩টিই হলো স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার হয়ে।
শিরোপার হিসাব না করলেও দানি আলভেস নিঃসন্দেহে বার্সার একজন কিংবদন্তি। সমর্থকদের কাছেও তিনি সর্বকালের অন্যতম প্রিয় একজন খেলোয়াড়। কাতালান ক্লাবটির হয়ে প্রায় ১০ বছরে তিনি মোট খেলেছেন ৪০৮টি ম্যাচ।
কিন্তু গতকাল স্প্যানিশ সংবাদমাধ্যম ‘স্পোর্ত’ জানিয়েছে, ধর্ষণের দায়ে আলভেসের সাড়ে চার বছরের কারাদন্ড হওয়ার পর তাকে ক্লাব কিংবদন্তিদের অফিশিয়াল তালিকা থেকে ছেঁটে ফেলেছে বার্সেলোনা। সংবাদমাধ্যম গোল ডট কম এবং মেইল অনলাইনও স্পোর্তের বরাত দিয়ে একই খবর জানিয়েছে। বলা হয়েছিল, ১৮৯৯ সালের ২৯ ডিসেম্বর বার্সেলোনার যাত্রা শুরু হওয়ার পর ক্লাবটির কিংবদন্তিদের তালিকায় মোট ১০২ জন ফুটবলার রয়েছেন। সম্প্রতি এই তালিকায় জর্দি আলবা, সের্হিও বুসকেটস ও জেরার্ড পিকের নাম যোগ করা হলেও আলভেসের নাম সরিয়ে নেওয়া হয়।
কিন্তু বার্সেলোনার অফিশিয়াল ওয়েবসাইটে দেখা যাচ্ছে ভিন্ন কিছু। সেখানে ক্লাব কিংবদন্তিদের তালিকায় সর্বশেষ সংযোজন আলবা, বুসকেটস ও পিকের পাশেই আছে আলভেসের নামও- দানিয়েল আলভেস দ্য সিলভা। অর্থাৎ তাকে নিজেদের অফিশিয়াল কিংবদন্তিদের তালিকা থেকে ছেঁটে ফেলেনি ক্লাব। বার্সার চোখে সম্ভবত সবসমই আলভেস একজন কিংবদন্তি হিসেবেই জায়গা করে থাকবেন।