লালমনিরহাটের তিস্তা সড়ক সেতু-১ এর টোল প্লাজায় ১০ টাকার টোল নিয়ে যুবদল নেতার সঙ্গে দুই দফা হামলা ও মারামারির ঘটনা ঘটেছে। এই ঘটনায় টোল প্লাজার দুই কর্মচারী আহত হয়েছেন।
বুধবার (২৩ এপ্রিল) দিবাগত রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহতরা হলেন- লালমনিরহাট পৌরসভার মাহফুজার রহমান (২৬) ও মস্তফিরহাট এলাকার ফজলুর রহমান (২৫)।
দায়িত্বরত পুলিশ ও অপর একটি নির্ভর যোগ্য সূত্র থেকে জানা গেছে, গোকুন্ডা ইউনিয়ন যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক রাজু আহমেদের সঙ্গে টোল প্লাজার কর্মচারী ফুল মাহমুদের সঙ্গে বাগবিতণ্ডা হয়।
এরপর দলবলসহ আক্রমণ করলে টোল প্লাজার দুই কর্মচারী গুরুতর আহত হন। ঘটনার সময় সেখানে পাঁচ পুলিশ সদস্যও উপস্থিত ছিলেন।
টোল প্লাজায় দায়িত্বরত এসআই রওশন সংবাদমাধ্যমকে জানান, দুটি পক্ষের মধ্যে মারামারি হয়েছে। এ সময় লুটপাটে কোনও ঘটনা ঘটেনি। সিসিটিভি ফুটেজ দেখলে বোঝা যাবে।
লালমনিরহাট সদর থানার ওসি মোহাম্মদ নুরনবী বলেন, এই ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনও মামলা হয়নি।