ময়মনসিংহ , শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

দুর্নীতি ও দুঃশাসনের সঙ্গে কোনো আপস নেই,যা বললেন শফিকুর রহমান

দুর্নীতি ও দুঃশাসনের সঙ্গে কোনো আপস নেই বলে মন্তব্য করছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, যেখানে দুর্নীতি সেখানেই আমাদের যুদ্ধ, যেখানে দুঃশাসন সেখানেই আমাদের যুদ্ধ। আমাদের নেতারা দুর্নীতির সঙ্গে আপস করেনি আর দুঃশাসনের কাছে মাথানত করেনি। তারা ফাঁসির রশি গলায় বরণ করেছেন হাসতে হাসতে। তাদের বিরুদ্ধে সম্পূর্ণ অভিযোগ মিথ্যা। তাদের প্রতিহিংসা এবং খায়েশ মেটানোর জন্য হত্যা করা হয়েছে।

 ২১ ফেব্রুয়ারি রাত সাড়ে ৭টায় লক্ষ্মীপুর যাওয়ার পথে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়ায় জামায়াতে ইসলামী কর্তৃক আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন সমস্ত ফ্যাসিবাদ, দুর্নীতি এবং দুঃশাসন থেকে আগামীতে আমরা মুক্ত হব। এর জন্য একটা ভালো, একটা উত্তম, একটা পরিপূর্ণ আদর্শ লাগবে। সেই আদর্শ হচ্ছে ইসলাম। ইসলাম এসেছে মানবতার জন্য। ইসলামের কাছে সবার শান্তি।তিনি আরও বলেন, আমরা ভালো ছিলাম না কিন্তু আমরা ভালো থাকতে চাই। পথসভায় উপস্থিত কর্মীদের উদ্দেশে তিনি প্রশ্ন ছুড়ে বলেন, গত ১৫ বছর জাতির ওপর যা হয়েছে এখন অথবা আগামীতে তা হোক আপনারা কি এটা চান। সমবেত কণ্ঠে সবাই না বলে সাড়া দেন।

বর্তমান অবস্থা থেকে আমাদের উত্তরণ করতে হবে। এর আগে তিনি কুমিল্লার বাগমার, লাকসামসহ বিভিন্ন স্থানে পথসভায় বক্তব্য রাখেন।

পথসভায় উপস্থিত ছিলেন জামায়াতের কুমিল্লা দক্ষিণ জেলার সেক্রেটারি অধ্যাপক ড. সৈয়দ এ কে এম সরওয়ার সিদ্দীকি, কেন্দ্রীয় ছাত্র শিবিরের সাবেক সভাপতি ইয়াসিন আরাফাত, বিজনেস ফোরাম কেন্দ্রীয় কমিটির নির্বাহী পরিষদ সদস্য হামিদুর রহমান সোহাগ, উপজেলা জামায়াতের আমির হাফেজ মাও. নুরুন্নবী, সেক্রেটারি ফয়জুর রহমান, সহ-সেক্রেটারি গাজী সাইফুল বারী, আবদুল্লা আল নোমান, উপজেলা শ্রমিক কল্যাণ সভাপতি মোহাম্মদ উল্ল্যা, নাথেরপেটুয়া ইউনিয়ন জামায়াতের আমির আবদুল গোফরান, মৈশাতুয়া ইউনিয়ন জামায়াতের আমির মুহা. মহিউদ্দিন, খিলা ইউনিয়ন জামায়াতের আমির মাও. আবদুর রহিম, বিপুলাসার ইউনিয়ন জামায়াতে আমির মো. জাকারিয়া, সরসপুর ইউনিয়ন জামায়াতের আমির মাও. মাকসুদ, ঝলম দক্ষিণ জামায়াতের আমির সাইফুল সালেহীন, খিলা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারিসহ বিভিন্ন ইউনিটের নেতারা।

 

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

দুর্নীতি ও দুঃশাসনের সঙ্গে কোনো আপস নেই,যা বললেন শফিকুর রহমান

আপডেট সময় ০১:৩৪:৩৭ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫

দুর্নীতি ও দুঃশাসনের সঙ্গে কোনো আপস নেই বলে মন্তব্য করছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, যেখানে দুর্নীতি সেখানেই আমাদের যুদ্ধ, যেখানে দুঃশাসন সেখানেই আমাদের যুদ্ধ। আমাদের নেতারা দুর্নীতির সঙ্গে আপস করেনি আর দুঃশাসনের কাছে মাথানত করেনি। তারা ফাঁসির রশি গলায় বরণ করেছেন হাসতে হাসতে। তাদের বিরুদ্ধে সম্পূর্ণ অভিযোগ মিথ্যা। তাদের প্রতিহিংসা এবং খায়েশ মেটানোর জন্য হত্যা করা হয়েছে।

 ২১ ফেব্রুয়ারি রাত সাড়ে ৭টায় লক্ষ্মীপুর যাওয়ার পথে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়ায় জামায়াতে ইসলামী কর্তৃক আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন সমস্ত ফ্যাসিবাদ, দুর্নীতি এবং দুঃশাসন থেকে আগামীতে আমরা মুক্ত হব। এর জন্য একটা ভালো, একটা উত্তম, একটা পরিপূর্ণ আদর্শ লাগবে। সেই আদর্শ হচ্ছে ইসলাম। ইসলাম এসেছে মানবতার জন্য। ইসলামের কাছে সবার শান্তি।তিনি আরও বলেন, আমরা ভালো ছিলাম না কিন্তু আমরা ভালো থাকতে চাই। পথসভায় উপস্থিত কর্মীদের উদ্দেশে তিনি প্রশ্ন ছুড়ে বলেন, গত ১৫ বছর জাতির ওপর যা হয়েছে এখন অথবা আগামীতে তা হোক আপনারা কি এটা চান। সমবেত কণ্ঠে সবাই না বলে সাড়া দেন।

বর্তমান অবস্থা থেকে আমাদের উত্তরণ করতে হবে। এর আগে তিনি কুমিল্লার বাগমার, লাকসামসহ বিভিন্ন স্থানে পথসভায় বক্তব্য রাখেন।

পথসভায় উপস্থিত ছিলেন জামায়াতের কুমিল্লা দক্ষিণ জেলার সেক্রেটারি অধ্যাপক ড. সৈয়দ এ কে এম সরওয়ার সিদ্দীকি, কেন্দ্রীয় ছাত্র শিবিরের সাবেক সভাপতি ইয়াসিন আরাফাত, বিজনেস ফোরাম কেন্দ্রীয় কমিটির নির্বাহী পরিষদ সদস্য হামিদুর রহমান সোহাগ, উপজেলা জামায়াতের আমির হাফেজ মাও. নুরুন্নবী, সেক্রেটারি ফয়জুর রহমান, সহ-সেক্রেটারি গাজী সাইফুল বারী, আবদুল্লা আল নোমান, উপজেলা শ্রমিক কল্যাণ সভাপতি মোহাম্মদ উল্ল্যা, নাথেরপেটুয়া ইউনিয়ন জামায়াতের আমির আবদুল গোফরান, মৈশাতুয়া ইউনিয়ন জামায়াতের আমির মুহা. মহিউদ্দিন, খিলা ইউনিয়ন জামায়াতের আমির মাও. আবদুর রহিম, বিপুলাসার ইউনিয়ন জামায়াতে আমির মো. জাকারিয়া, সরসপুর ইউনিয়ন জামায়াতের আমির মাও. মাকসুদ, ঝলম দক্ষিণ জামায়াতের আমির সাইফুল সালেহীন, খিলা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারিসহ বিভিন্ন ইউনিটের নেতারা।