আত্মীয়রা জানান, নিহত আকবর আলী পেশায় একজন কবিরাজ ছিলেন। রাত ৯ টার দিকে আব্দুল লতিফ নামে একজন ব্যক্তি তাকে মোবাইল ফোনে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। তারা দুইজন একসঙ্গে ধড়মোকাম এলাকায় একটি চায়ের দোকানে চা খান। এরপর রাত এগারোটার দিকে প্রতিবেশীরা আকবর আলীকে রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে তাদের খবর দিলে আকবরকে দ্রুত উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে শেরপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে ধারালো অস্ত্র, মোবাইল ফোন ও চাদর উদ্ধার করেছে পুলিশ। হত্যাকাণ্ডের কারণ উদঘাটন এবং হত্যাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।