আজ বৃহস্পতিবার (২০ মার্চ) রাত ১টার দিকে উপজেলার নিজামপুর এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ৪ আসামিসহ অজ্ঞাত ৩ জনের নামে মামলা রুজুর পর তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন- ফেনী জেলার লেমুয়া ইউনিয়নের দক্ষিণ চাঁনপুর গ্রামের মৃত হরেন্দ্র দেবনাথের ছেলে বিমল দেবনাথ (৪৫), সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের গোলাবাড়িয়া এলাকার জসিম উদ্দিনের ছেলে শাহীন উদ্দিন জাফর (২৫), নোয়াখালী জেলার হাতিয়া থানার শূন্যেচর এলাকার মৃত নুর ইসলামের ছেলে নুর নবী (৩৫), কুমিল্লা জেলার বাক্ষ্মণপাড়া থানার ষাটশলা এলাকার ফুল মিয়ার ছেলে সাব্বির হোসেন (২১)।