ময়মনসিংহ , শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

দেশের মাটিতে হাসিনার বিচার ও সর্বোচ্চ শাস্তি হতে হবে বললেন মির্জা ফখরুল

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ১০:৫৮:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫
  • ২২ বার পড়া হয়েছে

গুম ও হত্যাকাণ্ডের জন্য এই দেশের মাটিতেই শেখ হাসিনার বিচার ও সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আওয়ামী লীগ শাসনামলে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে ‘মায়ের ডাক’ আয়োজিত মানববন্ধনে তিনি এ দাবি জানান।

গত শুক্রবার বিকেলে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে ‘মেমোরিজ অব ডিজঅ্যাপিয়ারেন্স’ শীর্ষক একটি আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন বিএনপি মহাসচিব।

বিএনপি মহাসচিব বলেন, ‘আজ প্রমাণিত হয়েছে, হাসিনা এই হত্যাকাণ্ডগুলোর জন্য দায়ী। হাসিনা এই গুমের জন্য দায়ী। সুতরাং হাসিনার বিচার অবশ্যই হতে হবে। দেশের মাটিতে হতে হবে এবং তাঁর সর্বোচ্চ শাস্তি হতে হবে।’

মির্জা ফখরুল ইসলাম বলেন, এ কথা ভাবা ভুল হবে যে বিএনপি এই বিষয়গুলো (আওয়ামী লীগ শাসনামলে বিরোধী মতাদর্শের নেতাকর্মী ও সাধারণ মানুষ গুম ও হত্যাকাণ্ড) এড়িয়ে যাবে। বিএনপি নির্বাচন অবশ্যই চায়। নির্বাচন চায় এই বিচারকে নিশ্চিত করার জন্য, বিচারগুলোকে ত্বরান্বিত করার জন্য।

অন্তর্বর্তী সরকার গুম কমিশনকে জনগণের সামনে নিয়ে আসার ক্ষেত্রে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল ইসলাম বলেন, জনশুনানি করা এবং গুম ও হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিদের পরিবারের কান্না বন্ধ করার ক্ষেত্রেও ব্যর্থ হয়েছে। এর জন্য সরকারকে অবশ্যই জবাবদিহি করতে হবে।

মির্জা ফখরুল আশা করেন, যাদের মাধ্যমে গুম ও হত্যা করা হয়েছে, অন্তর্বর্তী সরকারের সময় তাদের বিষয়ে বিস্তারিত তথ্য উদঘাটন করা হবে। যত বড় শক্তিশালী হোক না কেন, তাদের তথ্য সামনে নিয়ে আসার কথা বলেন মির্জা ফখরুল ইসলাম ।

মায়ের ডাকের সংগঠক সানজিদা ইসলামের সভাপতিত্বে এবং সংগঠনটির সমন্বয়ক মঞ্জুর হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে আরো বক্তব্য দেন এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ, সাবেক সেনা কর্মকর্তা হাসিনুর রহমান প্রমুখ।

ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর কার্যালয়ের জ্যেষ্ঠ মানবাধিকারবিষয়ক উপদেষ্টা হুমা খান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম, জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ, অনলাইন অ্যাক্টিভিস্ট সাইয়্যেদ আব্দুল্লাহ এ সময় উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

দেশের মাটিতে হাসিনার বিচার ও সর্বোচ্চ শাস্তি হতে হবে বললেন মির্জা ফখরুল

আপডেট সময় ১০:৫৮:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫

গুম ও হত্যাকাণ্ডের জন্য এই দেশের মাটিতেই শেখ হাসিনার বিচার ও সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আওয়ামী লীগ শাসনামলে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে ‘মায়ের ডাক’ আয়োজিত মানববন্ধনে তিনি এ দাবি জানান।

গত শুক্রবার বিকেলে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে ‘মেমোরিজ অব ডিজঅ্যাপিয়ারেন্স’ শীর্ষক একটি আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন বিএনপি মহাসচিব।

বিএনপি মহাসচিব বলেন, ‘আজ প্রমাণিত হয়েছে, হাসিনা এই হত্যাকাণ্ডগুলোর জন্য দায়ী। হাসিনা এই গুমের জন্য দায়ী। সুতরাং হাসিনার বিচার অবশ্যই হতে হবে। দেশের মাটিতে হতে হবে এবং তাঁর সর্বোচ্চ শাস্তি হতে হবে।’

মির্জা ফখরুল ইসলাম বলেন, এ কথা ভাবা ভুল হবে যে বিএনপি এই বিষয়গুলো (আওয়ামী লীগ শাসনামলে বিরোধী মতাদর্শের নেতাকর্মী ও সাধারণ মানুষ গুম ও হত্যাকাণ্ড) এড়িয়ে যাবে। বিএনপি নির্বাচন অবশ্যই চায়। নির্বাচন চায় এই বিচারকে নিশ্চিত করার জন্য, বিচারগুলোকে ত্বরান্বিত করার জন্য।

অন্তর্বর্তী সরকার গুম কমিশনকে জনগণের সামনে নিয়ে আসার ক্ষেত্রে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল ইসলাম বলেন, জনশুনানি করা এবং গুম ও হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিদের পরিবারের কান্না বন্ধ করার ক্ষেত্রেও ব্যর্থ হয়েছে। এর জন্য সরকারকে অবশ্যই জবাবদিহি করতে হবে।

মির্জা ফখরুল আশা করেন, যাদের মাধ্যমে গুম ও হত্যা করা হয়েছে, অন্তর্বর্তী সরকারের সময় তাদের বিষয়ে বিস্তারিত তথ্য উদঘাটন করা হবে। যত বড় শক্তিশালী হোক না কেন, তাদের তথ্য সামনে নিয়ে আসার কথা বলেন মির্জা ফখরুল ইসলাম ।

মায়ের ডাকের সংগঠক সানজিদা ইসলামের সভাপতিত্বে এবং সংগঠনটির সমন্বয়ক মঞ্জুর হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে আরো বক্তব্য দেন এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ, সাবেক সেনা কর্মকর্তা হাসিনুর রহমান প্রমুখ।

ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর কার্যালয়ের জ্যেষ্ঠ মানবাধিকারবিষয়ক উপদেষ্টা হুমা খান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম, জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ, অনলাইন অ্যাক্টিভিস্ট সাইয়্যেদ আব্দুল্লাহ এ সময় উপস্থিত ছিলেন।