ময়মনসিংহ , বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

দেশের সব প্রতিবন্ধীদের নিবন্ধনের আওতায় আনা হবে বললেন সমাজকল্যাণ উপদেষ্টা

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০৩:০৯:০৫ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
  • ৩১ বার পড়া হয়েছে

সরকারি সেবা দিতে দেশের সব প্রতিবন্ধীকে নিবন্ধনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ। তিনি বলেন, সব প্রতিবন্ধীদের নিবন্ধনের আওতায় আনবো। সারাদেশে কতজন প্রতিবন্ধী রয়েছে, তার সঠিক তথ্য আমরা জানতে চাই। এজন্য সবার সম্মিলিত অংশগ্রহণ ও জনসচেতনতা প্রয়োজন।

আজ বুধবার (৩ ডিসেম্বর) সকালে রাজধানীর মিরপুরে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনে জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস- ২০২৫ উপলক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন। দিবসটির এ বছরের প্রতিপাদ্য ‘প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্তি করি’।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক বিজয় কৃষ্ণ দেবনাথ। আরও বক্তব্য দেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক সাইদুর রহমান খান। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোশাররফ হোসেন। প্রধান অতিথির বক্তব্যে শারমীন এস মুরশিদ বলেন, সরকারি সেবা দিতে সব প্রতিবন্ধীদের আমরা নিবন্ধনের আওতায় আনতে চাই। এরইমধ্যে অনলাইনে নিবন্ধন ব্যবস্থা চালু হয়েছে। অভিভাবক হিসাবে শুধু নিজের বাচ্চা নয়, পাশের বাড়ির প্রতিবন্ধী বাচ্চাটি নিবন্ধিত কি-না তাও খোঁজ রাখতে হবে।

অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে সফল ২০ প্রতিবন্ধী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হয়। তাদের প্রত্যেককে সার্টিফিকেট, ক্রেস্ট ও নগদ ১০ হাজার টাকা করে পুরষ্কার দেওয়া হয়। প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে একই স্থানে তিন দিনব্যাপী উন্নয়ন মেলা অনুষ্ঠিত হচ্ছে। আজ বুধবার থেকে শুরু হওয়া এ মেলা চলবে ৫ ডিসেম্বর পর্যন্ত। প্রতিবন্ধীদের উন্নয়নে কাজ করা ও প্রতিবন্ধী ব্যক্তিদের স্বার্থ সুরক্ষার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের ৩২টি স্টল মেলায় অংশ নিয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

দেশের সব প্রতিবন্ধীদের নিবন্ধনের আওতায় আনা হবে বললেন সমাজকল্যাণ উপদেষ্টা

আপডেট সময় ০৩:০৯:০৫ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫

সরকারি সেবা দিতে দেশের সব প্রতিবন্ধীকে নিবন্ধনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ। তিনি বলেন, সব প্রতিবন্ধীদের নিবন্ধনের আওতায় আনবো। সারাদেশে কতজন প্রতিবন্ধী রয়েছে, তার সঠিক তথ্য আমরা জানতে চাই। এজন্য সবার সম্মিলিত অংশগ্রহণ ও জনসচেতনতা প্রয়োজন।

আজ বুধবার (৩ ডিসেম্বর) সকালে রাজধানীর মিরপুরে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনে জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস- ২০২৫ উপলক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন। দিবসটির এ বছরের প্রতিপাদ্য ‘প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্তি করি’।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক বিজয় কৃষ্ণ দেবনাথ। আরও বক্তব্য দেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক সাইদুর রহমান খান। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোশাররফ হোসেন। প্রধান অতিথির বক্তব্যে শারমীন এস মুরশিদ বলেন, সরকারি সেবা দিতে সব প্রতিবন্ধীদের আমরা নিবন্ধনের আওতায় আনতে চাই। এরইমধ্যে অনলাইনে নিবন্ধন ব্যবস্থা চালু হয়েছে। অভিভাবক হিসাবে শুধু নিজের বাচ্চা নয়, পাশের বাড়ির প্রতিবন্ধী বাচ্চাটি নিবন্ধিত কি-না তাও খোঁজ রাখতে হবে।

অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে সফল ২০ প্রতিবন্ধী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হয়। তাদের প্রত্যেককে সার্টিফিকেট, ক্রেস্ট ও নগদ ১০ হাজার টাকা করে পুরষ্কার দেওয়া হয়। প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে একই স্থানে তিন দিনব্যাপী উন্নয়ন মেলা অনুষ্ঠিত হচ্ছে। আজ বুধবার থেকে শুরু হওয়া এ মেলা চলবে ৫ ডিসেম্বর পর্যন্ত। প্রতিবন্ধীদের উন্নয়নে কাজ করা ও প্রতিবন্ধী ব্যক্তিদের স্বার্থ সুরক্ষার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের ৩২টি স্টল মেলায় অংশ নিয়েছে।