ময়মনসিংহ , রবিবার, ২০ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

দেশে গণতন্ত্রের সংকট দেখা যাচ্ছে বললেন মির্জা ফখরুল

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০৯:১৫:৩০ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫
  • ১৬ বার পড়া হয়েছে

সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে গণতন্ত্রের সংকট দেখা যাচ্ছে। তিনি বলেন, সংগ্রাম শেষ হয়নি। সামনে গণতন্ত্রের যে সংকট দেখা যাচ্ছে সেই সংকট থেকে উত্তরণ করতে হলে আমাদের অনেক সজাগ-সতর্ক থাকতে হবে।

আজ শনিবার (১৯ জুলাই) বিকালে ঢাকায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের এক অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান।

মির্জা ফখরুল বলেন, আজকে গণতন্ত্র উত্তরণের যে স্বপ্ন আমাদের সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আমাদের আরও সজাগ হয়ে আরও সর্তকতার সঙ্গে আমাদের ভবিষ্যতের জন্য কাজ করতে হবে। আমার বিশ্বাস আমাদের তরুণ নেতা যিনি আজকে সমস্ত বাংলাদেশের মানুষের কাছে একটা স্বপ্নকে দেখিয়েছেন সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে তার হাতকে শক্তিশালী করব, বাংলাদেশের মানুষকে জাগরিত করে তুলব এবং সত্যিকার অর্থে একটা স্বাধীন সার্বভৌম অসাম্প্রদায়িক প্রগতিশীল সমৃদ্ধ বাংলাদেশ আমরা গড়ে তুলব।

রাজধানীর ফার্মগেইটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্র ও শিক্ষকদের উদ্যোগে ‘গণঅভ্যুত্থান-২০২৪ : বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদান ও শহীদদের স্মরণে’ এই অনুষ্ঠান সভা হয়। অধ্যাপক তৌফিকুল ইসলাম মিথিলের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. আবদুল মঈন খান, বিএনপির জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন কমিটির আহ্বায়ক রুহুল কবির রিজভী, সদস্য সচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরী।

এছাড়া ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, বেসরকারি বিশ্ববিদ্যালয় শাথার সভাপতি আবু হোরায়রা, গণঅভ্যুত্থানের শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ, ইমতিয়াজ আহমেদ আবির, সাজ্জাদ হোসেন, সাজ্জাদ হোসেন সজলের স্বজনবৃন্দ, গণঅভ্যুত্থানে আহত আল মিরাজসহ অনুষ্ঠানের আয়োজক কমিটির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

মির্জা ফখরুল বলেন, আজকে আমি আমার নেতা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে একটা অনুরোধ রাখতে চাই, নির্বাচনের পরে আপনি যদি সরকার গঠন করেন জনগণের সমর্থনে তাহলে আমাদের প্রথম কাজ হওয়া উচিত এই যে পরিবারগুলো তাদের সন্তানকে হারিয়েছে, অসহায় হয়েছে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা। সেই সঙ্গে আমরা আরেকটা প্রস্তাব রাখতে চাই,এখানে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সলর আছেন, শিক্ষার্থীরা আছে, আমরা আছি। শুধু কথায় নয়, আসুন আমরা এই পরিবারগুলোর জন্য একটা ফান্ড তৈরি করি, যে ফান্ডের মধ্য দিয়ে আমরা তাদেরকে সহযোগিতা করতে পারি। এটাই আমরা তাদের জন্য সত্যিকার অর্থে কাজ করতে হবে।

ঘোলা পানিতে মাছ শিকার হচ্ছে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, আজকে আমাদের রাজনৈতিক এই অবস্থার মধ্য থেকে ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করা হচ্ছে। আমরা ইনশাআল্লাহ এটাকে আমরা রোধ করব। যাতে এদেশে একটা সহজ-সরল গণতন্ত্র আসে এবং আমরা ভোট দিতে পারি। আমি বলছি না বিএনপিকে জয়যুক্ত করেন। আমরাই ক্ষমতায় যাব, এরকম কথা আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যানও বলেননি, আমরা বলছি না। কথা হলো যে, আমরা ভালো একটা নির্বাচন চাই। যে নির্বাচনের পরে দেশের সব মানুষ ঐক্যবদ্ধভাবে এক সঙ্গে দেশটাকে এগিয়ে নিয়ে যাবে।

তিনি অভিযোগ করে বলেন, আমার এলাকায় দিয়ে বেশ কিছু মিছিল গেছে। বহুদিন ১৬/১৭ বছর মিছিলের আওয়াজ তো পাই না। আমার বাড়ি রাস্তার(শাহজাহানপুর) পাশে… ভালো লাগে দেখি না ক্যাডা যায়। তো খবর নিলাম ওখানে আওয়ামী লীগের ভালো ভালো লোকজন যাচ্ছে। আপনারা বিশ্বাস করতে পারেন, নাও করতে পারেন। কথা বলা দরকার বলে দিলাম। গতকাল দেখলাম আরেকটা দলের পদযাত্রার কর্মসূচি। ওখানেও আওয়ামী লীগের নেতৃবৃন্দকে দেখা গেছে। পেপারে ছবি আসছে। আমার বক্তব্য না ভাই। আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলব, আবার আওয়ামী লীগের নেতাদের মাথায় তুলে নাচবো, তাদের আশ্রয়-প্রশ্রয়ে দেশ-বিদেশে ঘুরে বেড়াব এটা তো হতে দেওয়া যায় না।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশে গণতন্ত্রের সংকট দেখা যাচ্ছে বললেন মির্জা ফখরুল

আপডেট সময় ০৯:১৫:৩০ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫

সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে গণতন্ত্রের সংকট দেখা যাচ্ছে। তিনি বলেন, সংগ্রাম শেষ হয়নি। সামনে গণতন্ত্রের যে সংকট দেখা যাচ্ছে সেই সংকট থেকে উত্তরণ করতে হলে আমাদের অনেক সজাগ-সতর্ক থাকতে হবে।

আজ শনিবার (১৯ জুলাই) বিকালে ঢাকায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের এক অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান।

মির্জা ফখরুল বলেন, আজকে গণতন্ত্র উত্তরণের যে স্বপ্ন আমাদের সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আমাদের আরও সজাগ হয়ে আরও সর্তকতার সঙ্গে আমাদের ভবিষ্যতের জন্য কাজ করতে হবে। আমার বিশ্বাস আমাদের তরুণ নেতা যিনি আজকে সমস্ত বাংলাদেশের মানুষের কাছে একটা স্বপ্নকে দেখিয়েছেন সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে তার হাতকে শক্তিশালী করব, বাংলাদেশের মানুষকে জাগরিত করে তুলব এবং সত্যিকার অর্থে একটা স্বাধীন সার্বভৌম অসাম্প্রদায়িক প্রগতিশীল সমৃদ্ধ বাংলাদেশ আমরা গড়ে তুলব।

রাজধানীর ফার্মগেইটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্র ও শিক্ষকদের উদ্যোগে ‘গণঅভ্যুত্থান-২০২৪ : বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদান ও শহীদদের স্মরণে’ এই অনুষ্ঠান সভা হয়। অধ্যাপক তৌফিকুল ইসলাম মিথিলের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. আবদুল মঈন খান, বিএনপির জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন কমিটির আহ্বায়ক রুহুল কবির রিজভী, সদস্য সচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরী।

এছাড়া ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, বেসরকারি বিশ্ববিদ্যালয় শাথার সভাপতি আবু হোরায়রা, গণঅভ্যুত্থানের শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ, ইমতিয়াজ আহমেদ আবির, সাজ্জাদ হোসেন, সাজ্জাদ হোসেন সজলের স্বজনবৃন্দ, গণঅভ্যুত্থানে আহত আল মিরাজসহ অনুষ্ঠানের আয়োজক কমিটির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

মির্জা ফখরুল বলেন, আজকে আমি আমার নেতা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে একটা অনুরোধ রাখতে চাই, নির্বাচনের পরে আপনি যদি সরকার গঠন করেন জনগণের সমর্থনে তাহলে আমাদের প্রথম কাজ হওয়া উচিত এই যে পরিবারগুলো তাদের সন্তানকে হারিয়েছে, অসহায় হয়েছে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা। সেই সঙ্গে আমরা আরেকটা প্রস্তাব রাখতে চাই,এখানে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সলর আছেন, শিক্ষার্থীরা আছে, আমরা আছি। শুধু কথায় নয়, আসুন আমরা এই পরিবারগুলোর জন্য একটা ফান্ড তৈরি করি, যে ফান্ডের মধ্য দিয়ে আমরা তাদেরকে সহযোগিতা করতে পারি। এটাই আমরা তাদের জন্য সত্যিকার অর্থে কাজ করতে হবে।

ঘোলা পানিতে মাছ শিকার হচ্ছে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, আজকে আমাদের রাজনৈতিক এই অবস্থার মধ্য থেকে ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করা হচ্ছে। আমরা ইনশাআল্লাহ এটাকে আমরা রোধ করব। যাতে এদেশে একটা সহজ-সরল গণতন্ত্র আসে এবং আমরা ভোট দিতে পারি। আমি বলছি না বিএনপিকে জয়যুক্ত করেন। আমরাই ক্ষমতায় যাব, এরকম কথা আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যানও বলেননি, আমরা বলছি না। কথা হলো যে, আমরা ভালো একটা নির্বাচন চাই। যে নির্বাচনের পরে দেশের সব মানুষ ঐক্যবদ্ধভাবে এক সঙ্গে দেশটাকে এগিয়ে নিয়ে যাবে।

তিনি অভিযোগ করে বলেন, আমার এলাকায় দিয়ে বেশ কিছু মিছিল গেছে। বহুদিন ১৬/১৭ বছর মিছিলের আওয়াজ তো পাই না। আমার বাড়ি রাস্তার(শাহজাহানপুর) পাশে… ভালো লাগে দেখি না ক্যাডা যায়। তো খবর নিলাম ওখানে আওয়ামী লীগের ভালো ভালো লোকজন যাচ্ছে। আপনারা বিশ্বাস করতে পারেন, নাও করতে পারেন। কথা বলা দরকার বলে দিলাম। গতকাল দেখলাম আরেকটা দলের পদযাত্রার কর্মসূচি। ওখানেও আওয়ামী লীগের নেতৃবৃন্দকে দেখা গেছে। পেপারে ছবি আসছে। আমার বক্তব্য না ভাই। আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলব, আবার আওয়ামী লীগের নেতাদের মাথায় তুলে নাচবো, তাদের আশ্রয়-প্রশ্রয়ে দেশ-বিদেশে ঘুরে বেড়াব এটা তো হতে দেওয়া যায় না।