পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে দেশে ফিরেছেন মিয়ানমারে আটকে পড়া ২০ জন বাংলাদেশি। মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুর ২টায় বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা সমুদ্র অভিযান’ যোগে তারা চট্টগ্রামস্থ নৌবাহিনীর ঘাটি বানৌজা ঈসা খাঁ-এ অবতরণ করেন
দেশে ফিরেছেন মিয়ানমারে আটকে পড়া ২০ জন বাংলাদেশি
এ সময় ইয়াঙ্গুনস্থ বাংলাদেশ দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়, তাদের সাক্ষাতকার ও যাচাইকরণ প্রক্রিয়া পরিচালনা এবং ট্রাভেল পারমিট ইস্যুকরণের কার্যক্রম পরিচালনা করে। ফিরে আসা ২০ জনই অপ্রাপ্তবয়স্ক কিশোর যারা একটি অসাধু দালালচক্রের মাধ্যমে মালয়েশিয়ায় পাচারের চেষ্টার সময় মিয়ানমারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হন।
পরে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ইয়াঙ্গুনস্থ বাংলাদেশ দূতাবাস তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা গ্রহণ করে। চট্টগ্রাম সার্কিট হাউসে এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, এ জাহাজেই মিয়ানমারের সাম্প্রতিক ভূমিকম্পে উদ্ধার তৎপরতা ও চিকিৎসা কার্যক্রম পরিচালনার জন্য মিয়ানমারে যাওয়া ৫৫ সদস্যের দলটিও ১০ দিনের কার্যক্রম শেষ করে বাংলাদেশে ফিরে আসেন।