ময়মনসিংহ , মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

নজরুল বিশ্ববিদ্যালয়ে ১৩০ জনের নামে মামলা

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০২:১৫:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫
  • ৩ বার পড়া হয়েছে

ময়মনসিংহ জেলার ত্রিশালে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলা ও বাধা দানের ঘটনায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থি শিক্ষক-কর্মকর্তাসহ নিষিদ্ধ ছাত্রলীগের ১৩০ নেতাকর্মীর নামে আদালতে মামলা দায়ের করা হয়েছে।

গত রোববার (০৪ মে) বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা যুগ্ম আহ্বায়ক ও বাংলা বিভাগের প্রথম ব্যাচের সাবেক শিক্ষার্থী মো. আশিকুর রহমান বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন। একইদিন সন্ধ্যায় বিচারক মোছা. নাসিমা খাতুন মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেয়।

মামলায় উল্লেখযোগ্য আসামিরা হলেন- বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি জাকিবুল হাসান রনি, সাবেক সহসভাপতি মাহমুদুল আহসান লিমন, সাবেক সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিব, বিশ্ববিদ্যালয়ের প্রকল্প পরিচালক জোবায়ের হোসেন, বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক আব্দুল হালিম, সাবেক রেজিস্ট্রার ড. মো. হুমায়ুন কবির, নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাব্বির আহমেদ, সাবেক সভাপতি ইব্রাহিম খলিল শান্ত, সাবেক সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রানা, সাবেক সভাপতি নজরুল ইসলাম বাবু, নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি আল মাহমুদ কায়েস, সাধারণ সম্পাদক রিয়েল সরকার, সাবেক সাধারণ সম্পাদক আপেল মাহমুদ, সংগীত বিভাগের অধ্যাপক ড. মুশাররাত শবনম, নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক হীরক মুশফিক, নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. সেলিম আল মামুন, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের সাবেক ডিন উজ্জ্বল কুমার প্রধান, সামাজিক বিজ্ঞান অনুষদের সাবেক ডিন ড. মো. নজরুল ইসলাম, সাবেক প্রক্টর সঞ্জয় কুমার মুখার্জি, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মো. শফিকুল ইসলাম, হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের সহকারী অধ্যাপক মো. নাহিদুল ইসলাম, মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মাসুদ রানা, হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. মোল্লা আমিনুল, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের অধ্যাপক ড. মো. তরিকুল ইসলাম, চারুকলা বিভাগের সহযোগী অধ্যাপক মাসুম হাওলাদার, নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক জুয়েল মোল্লা, সহকারী রেজিস্ট্রার আবু বক্কর ছিদ্দিক, সেকশন অফিসার জাহনারা নেওয়াজ স্মৃতি, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আবু নাঈম আব্দুল্লাহ ওরফে যাযাবর নাঈম, নিষিদ্ধ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির আহমেদসহ ১৩০ জনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাতনামা আরও ৭০/৮০ জনকে আসামি করে মামলাটি দায়ের করা হয়েছে।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, বিগত জুলাই-আগস্টের সরকার পতনের আন্দোলন দমনে গত বছরের ৩ আগস্ট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ-সমাবেশ কর্মসূচি পালন করেন ছাত্রলীগ ও আওয়ামীপন্থি শিক্ষক ও কর্মকর্তারা। ওই সমাবেশে তারা শিক্ষার্থীদের আন্দোলন প্রতিহতের ঘোষণা দিয়ে ক্যাম্পাসে সশস্ত্র মহড়া দেন। এর পরদিন গত বছরের ৪ আগস্ট ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে যাওয়ার প্রস্তুতিকালে আন্দোলনকারীদের ওপর আসামিদের পরস্পর যোগসাজশে সশস্ত্র হামলা চালিয়ে গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটায় ছাত্রলীগ। এতে কমপক্ষে ১২ জন শিক্ষার্থী আহত হয়। এ সময় আসামিরা বেশ কিছু মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে বিশ্ববিদ্যালয়ের একটি বাস ভাঙচুর করে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

নজরুল বিশ্ববিদ্যালয়ে ১৩০ জনের নামে মামলা

আপডেট সময় ০২:১৫:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫

ময়মনসিংহ জেলার ত্রিশালে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলা ও বাধা দানের ঘটনায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থি শিক্ষক-কর্মকর্তাসহ নিষিদ্ধ ছাত্রলীগের ১৩০ নেতাকর্মীর নামে আদালতে মামলা দায়ের করা হয়েছে।

গত রোববার (০৪ মে) বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা যুগ্ম আহ্বায়ক ও বাংলা বিভাগের প্রথম ব্যাচের সাবেক শিক্ষার্থী মো. আশিকুর রহমান বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন। একইদিন সন্ধ্যায় বিচারক মোছা. নাসিমা খাতুন মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেয়।

মামলায় উল্লেখযোগ্য আসামিরা হলেন- বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি জাকিবুল হাসান রনি, সাবেক সহসভাপতি মাহমুদুল আহসান লিমন, সাবেক সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিব, বিশ্ববিদ্যালয়ের প্রকল্প পরিচালক জোবায়ের হোসেন, বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক আব্দুল হালিম, সাবেক রেজিস্ট্রার ড. মো. হুমায়ুন কবির, নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাব্বির আহমেদ, সাবেক সভাপতি ইব্রাহিম খলিল শান্ত, সাবেক সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রানা, সাবেক সভাপতি নজরুল ইসলাম বাবু, নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি আল মাহমুদ কায়েস, সাধারণ সম্পাদক রিয়েল সরকার, সাবেক সাধারণ সম্পাদক আপেল মাহমুদ, সংগীত বিভাগের অধ্যাপক ড. মুশাররাত শবনম, নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক হীরক মুশফিক, নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. সেলিম আল মামুন, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের সাবেক ডিন উজ্জ্বল কুমার প্রধান, সামাজিক বিজ্ঞান অনুষদের সাবেক ডিন ড. মো. নজরুল ইসলাম, সাবেক প্রক্টর সঞ্জয় কুমার মুখার্জি, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মো. শফিকুল ইসলাম, হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের সহকারী অধ্যাপক মো. নাহিদুল ইসলাম, মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মাসুদ রানা, হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. মোল্লা আমিনুল, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের অধ্যাপক ড. মো. তরিকুল ইসলাম, চারুকলা বিভাগের সহযোগী অধ্যাপক মাসুম হাওলাদার, নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক জুয়েল মোল্লা, সহকারী রেজিস্ট্রার আবু বক্কর ছিদ্দিক, সেকশন অফিসার জাহনারা নেওয়াজ স্মৃতি, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আবু নাঈম আব্দুল্লাহ ওরফে যাযাবর নাঈম, নিষিদ্ধ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির আহমেদসহ ১৩০ জনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাতনামা আরও ৭০/৮০ জনকে আসামি করে মামলাটি দায়ের করা হয়েছে।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, বিগত জুলাই-আগস্টের সরকার পতনের আন্দোলন দমনে গত বছরের ৩ আগস্ট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ-সমাবেশ কর্মসূচি পালন করেন ছাত্রলীগ ও আওয়ামীপন্থি শিক্ষক ও কর্মকর্তারা। ওই সমাবেশে তারা শিক্ষার্থীদের আন্দোলন প্রতিহতের ঘোষণা দিয়ে ক্যাম্পাসে সশস্ত্র মহড়া দেন। এর পরদিন গত বছরের ৪ আগস্ট ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে যাওয়ার প্রস্তুতিকালে আন্দোলনকারীদের ওপর আসামিদের পরস্পর যোগসাজশে সশস্ত্র হামলা চালিয়ে গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটায় ছাত্রলীগ। এতে কমপক্ষে ১২ জন শিক্ষার্থী আহত হয়। এ সময় আসামিরা বেশ কিছু মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে বিশ্ববিদ্যালয়ের একটি বাস ভাঙচুর করে।