বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এক দিনের কর্মসূচি ঘোষণা করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
গত রবিবার বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মো. আবু হোরায়রা এবং সাধারণ সম্পাদক এম. রাজীবুল ইসলাম তালুকদার বিন্দু এই কর্মসূচি ঘোষণা করেন।
পরে রাতে বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহিদ হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কর্মসূচি অনুযায়ী, সোমবার (১ ডিসেম্বর) বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের অধীনস্থ ১১৬টি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে মিলাদ ও দোয়া মাহফিলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সব পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।

দ্যালয় ছাত্রদলের নতুন কর্মসূচি 





















