ময়মনসিংহ , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

নতুন এই ০৬ টি দক্ষতা তরুণদের চাকরির ক্ষেত্রে অন্যদের থেকে এগিয়ে থাকবেন।

  • Aminul Islam
  • আপডেট সময় ১২:১০:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০২৪
  • ১৯৬ বার পড়া হয়েছে

অনলাইন নিউজ-

বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাট চুকিয়ে তরুণদের প্রধান লক্ষ্য থাকে চাকরি পাওয়া। আর চাকরিতে আবেদনের সময় তাঁরা জানেনও কোন কোন দক্ষতা থাকলে তাঁদের চাকরি পেতে সহায়ক হবে। সিভিতে যখন তরুণেরা কিছু দক্ষতা যুক্ত করেন, তখন সে সিভিটি অন্যদের থেকে আলাদা হয় এবং তাঁকে পরবর্তী ধাপের জন্য ডাকা হয়। চাকরির বাজারে প্রবেশের আগে এমনই ছয়টি দক্ষতা নিয়ে আলোচনা করছি, যা করা থাকলে অন্যদের থেকে এগিয়ে থাকবেন আপনি।

মাইক্রোসফট এক্সেল

কর্মক্ষেত্রে বহুল ব্যবহৃত একটি সফটওয়্যার মাইক্রোসফট এক্সেল। সাধারণত বিশ্ববিদ্যালয়জীবনেই একজন তরুণ মাইক্রোসফট এক্সেলের অ আ ক খ শিখে ফেলেন। তবে কর্মজীবনে হিসাব-নিকাশ ছাড়া নানা ধরনের বিশ্লেষণধর্মী কাজ ও সৃজনশীলভাবে তথ্য উপস্থাপনের জন্য মাইক্রোসফট এক্সেলের ওপর দখল থাকা বেশ জরুরি। তাই এডএক্স প্ল্যাটফর্মে মাইক্রোসফটের অ্যানালাইজিং অ্যান্ড ভিজ্যুয়ালাইজিং ডেটা উইথ এক্সেল কোর্সটি করা থাকলে চাকরিপ্রার্থী কিংবা সদ্য চাকরিতে যোগ দিয়েছেন, এমন তরুণদের জন্য তা হবে বেশ উপকারী।

পারসোনাল ব্র্যান্ডিং ও নেটওয়ার্কিং

একজন চাকরিপ্রার্থী তরুণ হিসেবে আপনার কাজ শেখার পাশাপাশি সেই কাজগুলো সম্পর্কে আপনি যে সম্যক ধারণা রাখেন এবং সফলভাবে কাজগুলো সম্পাদন করার সক্ষমতা আপনি অর্জন করেছেন, সেগুলো আপনি যাঁদের জানাতে চান, তাঁদের জানানোর মতো যোগাযোগ করার দক্ষতা থাকাটাও সমান গুরুত্বপূর্ণ। তাই পারসোনাল ব্র্যান্ডিং বা নিজেকে নিজের যোগ্যতা ও দক্ষতা দিয়ে পরিচয় করানোর কৌশলটা জেনে রাখাও প্রয়োজনীয়। পাশাপাশি নেটওয়ার্কিং বা মানুষের সঙ্গে যোগাযোগ রক্ষা করা এবং যোগ্যতার স্বাক্ষর রেখে নিজেকে যোগ্য প্রমাণ করাও একটি গুরুত্বপূর্ণ দক্ষতা। একটি উডেমির দ্য আলটিমেট পারসোনাল ব্র্যান্ডিং কোর্সটি এ ক্ষেত্রে উপকারী হতে পারে।

প্রজেক্ট ম্যানেজমেন্ট ফাউন্ডেশনস

প্রজেক্ট বা প্রকল্প শব্দটি শুনলে যদিও এনজিও বা উন্নয়ন খাত-সংশ্লিষ্ট কাজের কথা মনে হতে পারে, কর্মজীবনের প্রতিটি কাজই একেকটি প্রকল্পের মতো। তাই একজন চাকরিপ্রার্থী কিংবা তরুণ চাকরিজীবীর জন্য প্রকল্প পরিচালনার মৌলিক বিষয়গুলো, যেমন প্রকল্প পরিচালনার ক্ষেত্রে প্রচলিত ও দ্রুত ব্যবস্থাপনার (agile project management) পার্থক্য, একটি উদ্যোগের উদ্দেশ্য ও লক্ষ্য নিরূপণ, পরিকল্পনার ক্ষেত্রে কী কী বিষয় মাথায় রাখা উচিত ইত্যাদি সম্পর্কে জ্ঞান থাকা দরকার। লিংকডইনের প্রজেক্ট ম্যানেজমেন্ট ফাউন্ডেশনস কোর্সটি থেকে প্রকল্প ব্যবস্থাপনার খুঁটিনাটি জেনে রাখা যেতে পারে।

ডিজাইন থিঙ্কিং

প্রথম প্রথম ডিজাইন থিঙ্কিং শুনলে আঁকিবুঁকির কথা মাথায় এলেও ডিজাইন থিঙ্কিং মূলত একটি সমস্যা সমাধানের সৃজনশীল পন্থা। একটি সমস্যাকে সমস্যাটির কারণে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের দৃষ্টিতে দেখতে শেখা এবং তাঁদের মতামত আমলে নিয়ে একটি প্রোটোটাইপ তৈরি করে সমস্যা সমাধানে কাজ করাই ডিজাইন থিঙ্কিং কিংবা হিউম্যান সেন্টার্ড ডিজাইন। অন্যের জুতায় পা গলিয়ে দেখার মানসিকতা এবং সেখান থেকে শিক্ষা নিয়ে কাজ করার প্রায়োগিক জ্ঞান একজন তরুণকে কর্মক্ষেত্রে এগিয়ে যেতে সহায়কের ভূমিকা পালন করে। ডেভেলপমেন্ট, ইমপ্যাক্ট অ্যান্ড ইউ টুলকিট থেকে ডিজাইন থিংকিং বিষয়ে ধারণা নিয়ে রাখা যেতে পারে।

টাইম ম্যানেজমেন্ট

সময়ের সঠিক ব্যবহারের পাশাপাশি কোন কাজটা কখন করতে হবে, সেটি সম্পর্কে ধারণা রাখা একজন তরুণের জন্য বেশ গুরুত্বপূর্ণ। যদিও কোন কাজ কখন এবং কত দ্রুত করা উচিত, তা নির্ধারণে আর্জেন্ট-ইম্পর্ট্যান্ট ম্যাট্রিকস বহুল প্রচলিত, নিত্য পরিবর্তনশীল পরিস্থিতিতে প্রচলিত ধারণাগুলো আগের মতো কার্যকর থাকছে না। তাই সময় ব্যবস্থাপনা বা টাইম ম্যানেজমেন্টের ওপর কোর্স করা থাকলে, সেটি কর্মক্ষেত্রে ও চাকরি পেতে একজন তরুণকে দিতে পারে বাড়তি সুবিধা। এই বিষয়ে কোর্সরেটের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, ইরভিনের কোর্সটি করে রাখা যেতে পারে।

সততা ও পারস্পারিক সম্পর্ক

একজন তরুণের জন্য বেশ গুরুত্বপূর্ণ, সেটি হলো সততা। তুমি যেই প্রতিষ্ঠানে কাজ করো না কেন, মনে রাখতে হবে তোমাকে সৎ চিন্তা মনোভাব নিয়ে কাজ করতে হবে। অনেকে অনেক ধরনের কথা বলবে, প্রস্তাব আসবে তোমার লক্ষ্য ঠিক রেখে কাজ করে যেতে হবে এবং সৎ চিন্তা থাকার সাথে সাথে তোমার সহকর্মীদের সাথে কাজের একটি কমান্ড বন্ডিং গড়ে তুলতে হবে। ভালো সম্পর্ক রাখতে হবে সবার সাথে।

তরুনদের এই ০৬ টি নিয়ম মনেপ্রানে ধারন করে রাখতে হবে চাকুরীর ক্ষেত্রে, তাহলেই সফলতার হাতছানি দিয়ে ডাকবে।

 

 

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

Admin

doinikmatiomanuss.com

নতুন এই ০৬ টি দক্ষতা তরুণদের চাকরির ক্ষেত্রে অন্যদের থেকে এগিয়ে থাকবেন।

আপডেট সময় ১২:১০:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০২৪

অনলাইন নিউজ-

বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাট চুকিয়ে তরুণদের প্রধান লক্ষ্য থাকে চাকরি পাওয়া। আর চাকরিতে আবেদনের সময় তাঁরা জানেনও কোন কোন দক্ষতা থাকলে তাঁদের চাকরি পেতে সহায়ক হবে। সিভিতে যখন তরুণেরা কিছু দক্ষতা যুক্ত করেন, তখন সে সিভিটি অন্যদের থেকে আলাদা হয় এবং তাঁকে পরবর্তী ধাপের জন্য ডাকা হয়। চাকরির বাজারে প্রবেশের আগে এমনই ছয়টি দক্ষতা নিয়ে আলোচনা করছি, যা করা থাকলে অন্যদের থেকে এগিয়ে থাকবেন আপনি।

মাইক্রোসফট এক্সেল

কর্মক্ষেত্রে বহুল ব্যবহৃত একটি সফটওয়্যার মাইক্রোসফট এক্সেল। সাধারণত বিশ্ববিদ্যালয়জীবনেই একজন তরুণ মাইক্রোসফট এক্সেলের অ আ ক খ শিখে ফেলেন। তবে কর্মজীবনে হিসাব-নিকাশ ছাড়া নানা ধরনের বিশ্লেষণধর্মী কাজ ও সৃজনশীলভাবে তথ্য উপস্থাপনের জন্য মাইক্রোসফট এক্সেলের ওপর দখল থাকা বেশ জরুরি। তাই এডএক্স প্ল্যাটফর্মে মাইক্রোসফটের অ্যানালাইজিং অ্যান্ড ভিজ্যুয়ালাইজিং ডেটা উইথ এক্সেল কোর্সটি করা থাকলে চাকরিপ্রার্থী কিংবা সদ্য চাকরিতে যোগ দিয়েছেন, এমন তরুণদের জন্য তা হবে বেশ উপকারী।

পারসোনাল ব্র্যান্ডিং ও নেটওয়ার্কিং

একজন চাকরিপ্রার্থী তরুণ হিসেবে আপনার কাজ শেখার পাশাপাশি সেই কাজগুলো সম্পর্কে আপনি যে সম্যক ধারণা রাখেন এবং সফলভাবে কাজগুলো সম্পাদন করার সক্ষমতা আপনি অর্জন করেছেন, সেগুলো আপনি যাঁদের জানাতে চান, তাঁদের জানানোর মতো যোগাযোগ করার দক্ষতা থাকাটাও সমান গুরুত্বপূর্ণ। তাই পারসোনাল ব্র্যান্ডিং বা নিজেকে নিজের যোগ্যতা ও দক্ষতা দিয়ে পরিচয় করানোর কৌশলটা জেনে রাখাও প্রয়োজনীয়। পাশাপাশি নেটওয়ার্কিং বা মানুষের সঙ্গে যোগাযোগ রক্ষা করা এবং যোগ্যতার স্বাক্ষর রেখে নিজেকে যোগ্য প্রমাণ করাও একটি গুরুত্বপূর্ণ দক্ষতা। একটি উডেমির দ্য আলটিমেট পারসোনাল ব্র্যান্ডিং কোর্সটি এ ক্ষেত্রে উপকারী হতে পারে।

প্রজেক্ট ম্যানেজমেন্ট ফাউন্ডেশনস

প্রজেক্ট বা প্রকল্প শব্দটি শুনলে যদিও এনজিও বা উন্নয়ন খাত-সংশ্লিষ্ট কাজের কথা মনে হতে পারে, কর্মজীবনের প্রতিটি কাজই একেকটি প্রকল্পের মতো। তাই একজন চাকরিপ্রার্থী কিংবা তরুণ চাকরিজীবীর জন্য প্রকল্প পরিচালনার মৌলিক বিষয়গুলো, যেমন প্রকল্প পরিচালনার ক্ষেত্রে প্রচলিত ও দ্রুত ব্যবস্থাপনার (agile project management) পার্থক্য, একটি উদ্যোগের উদ্দেশ্য ও লক্ষ্য নিরূপণ, পরিকল্পনার ক্ষেত্রে কী কী বিষয় মাথায় রাখা উচিত ইত্যাদি সম্পর্কে জ্ঞান থাকা দরকার। লিংকডইনের প্রজেক্ট ম্যানেজমেন্ট ফাউন্ডেশনস কোর্সটি থেকে প্রকল্প ব্যবস্থাপনার খুঁটিনাটি জেনে রাখা যেতে পারে।

ডিজাইন থিঙ্কিং

প্রথম প্রথম ডিজাইন থিঙ্কিং শুনলে আঁকিবুঁকির কথা মাথায় এলেও ডিজাইন থিঙ্কিং মূলত একটি সমস্যা সমাধানের সৃজনশীল পন্থা। একটি সমস্যাকে সমস্যাটির কারণে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের দৃষ্টিতে দেখতে শেখা এবং তাঁদের মতামত আমলে নিয়ে একটি প্রোটোটাইপ তৈরি করে সমস্যা সমাধানে কাজ করাই ডিজাইন থিঙ্কিং কিংবা হিউম্যান সেন্টার্ড ডিজাইন। অন্যের জুতায় পা গলিয়ে দেখার মানসিকতা এবং সেখান থেকে শিক্ষা নিয়ে কাজ করার প্রায়োগিক জ্ঞান একজন তরুণকে কর্মক্ষেত্রে এগিয়ে যেতে সহায়কের ভূমিকা পালন করে। ডেভেলপমেন্ট, ইমপ্যাক্ট অ্যান্ড ইউ টুলকিট থেকে ডিজাইন থিংকিং বিষয়ে ধারণা নিয়ে রাখা যেতে পারে।

টাইম ম্যানেজমেন্ট

সময়ের সঠিক ব্যবহারের পাশাপাশি কোন কাজটা কখন করতে হবে, সেটি সম্পর্কে ধারণা রাখা একজন তরুণের জন্য বেশ গুরুত্বপূর্ণ। যদিও কোন কাজ কখন এবং কত দ্রুত করা উচিত, তা নির্ধারণে আর্জেন্ট-ইম্পর্ট্যান্ট ম্যাট্রিকস বহুল প্রচলিত, নিত্য পরিবর্তনশীল পরিস্থিতিতে প্রচলিত ধারণাগুলো আগের মতো কার্যকর থাকছে না। তাই সময় ব্যবস্থাপনা বা টাইম ম্যানেজমেন্টের ওপর কোর্স করা থাকলে, সেটি কর্মক্ষেত্রে ও চাকরি পেতে একজন তরুণকে দিতে পারে বাড়তি সুবিধা। এই বিষয়ে কোর্সরেটের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, ইরভিনের কোর্সটি করে রাখা যেতে পারে।

সততা ও পারস্পারিক সম্পর্ক

একজন তরুণের জন্য বেশ গুরুত্বপূর্ণ, সেটি হলো সততা। তুমি যেই প্রতিষ্ঠানে কাজ করো না কেন, মনে রাখতে হবে তোমাকে সৎ চিন্তা মনোভাব নিয়ে কাজ করতে হবে। অনেকে অনেক ধরনের কথা বলবে, প্রস্তাব আসবে তোমার লক্ষ্য ঠিক রেখে কাজ করে যেতে হবে এবং সৎ চিন্তা থাকার সাথে সাথে তোমার সহকর্মীদের সাথে কাজের একটি কমান্ড বন্ডিং গড়ে তুলতে হবে। ভালো সম্পর্ক রাখতে হবে সবার সাথে।

তরুনদের এই ০৬ টি নিয়ম মনেপ্রানে ধারন করে রাখতে হবে চাকুরীর ক্ষেত্রে, তাহলেই সফলতার হাতছানি দিয়ে ডাকবে।