নির্বাচন বা রাজনৈতিক ক্ষমতায়নের পথে অর্থ ও সহিংসতা নারীদের জন্য প্রধান বাধা বলে মনে করেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ। তিনি বলেছেন, বাংলাদেশের নারীদের ক্ষমতায়ন ও সুযোগ সম্প্রসারণে সরকার অঙ্গীকারবদ্ধ।
আজ রোববার (১০ আগস্ট) কৃষিবিদ ইনস্টিটিউটে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল আয়োজিত সংসদ নির্বাচনে নারী প্রার্থীদের জন্য পাবলিক অর্থায়ন বিষয়ক পলিসি ডায়লগে তিনি এ কথা বলেন।নারীর অংশগ্রহণে ঐকমত্য কমিশন ব্যর্থ। সেখানে নারী কমিশনসহ নারীর প্রতিনিধিত্ব না রাখায় ডায়লগে ক্ষোভ প্রকাশ করেছেন নারী নেত্রীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।পলিসি ডায়লগে অংশ নেন রাজনৈতিক দলেতার নেরা, নারী নেত্রী, নির্বাচন কমিশনার, মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টাসহ সংশ্লিষ্টরা।
আলোচনার প্রথম থেকে শেষ পর্যন্ত নারীর প্রতিনিধিত্ব বিহীন ঐকমত্য কমিশনের সমালোচনা করেন সব বক্তারা। নারীকে রাজনীতি বিমুখ করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে চরিত্র হননের বিষয়টিও আলোচিত হয়।
বক্তারা বলেন, নারীদের এমন জায়গায় নিয়ে দাঁড় করাবেন না যাতে তারা রাজনৈতিক দলগুলোকে বয়কট করে।
নারীর কম অংশগ্রহণের দায় সবাইকে নিতে হবে বলেও মত তাদের। রাজনীতিতে নারীর অংশগ্রহণ বাড়াতে রাজনৈতিক দলগুলোর মানসিকতা পরিবর্তনের পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা।
রাজনৈতিক দলগুলোকে পাবলিক ফান্ডিং এর আওতায় আনার সময় এসেছে বলে মনে করেন শারমীন মুরশিদ।