শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পূর্ব সমশ্চুড়া পাহাড়ে বোরো ধান খেতে তান্ডব চালাতে এসে বোরো খেত রক্ষায় কৃষকের দেওয়া বিদ্যুতের তারে জড়িতে একটি মাঝ বয়সী পুরুষ হাতির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২০ মার্চ) দিবাগত রাত দশটার দিকে পূর্ব সমশ্চুড়া গুচ্ছগ্রাম সংলগ্ন লাল টেঙ্গর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই খেতের মালিক কৃষক জিয়াউল হক জিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।
স্থানীয় সূত্র ও বন বিভাগ জানায়, গারো পাহাড়ে অবস্থানরত বন্যহাতির দলটি সম্প্রতি পাহাড়ি এলাকার বোরো খেতে প্রতিনিয়ত খাদ্যের সন্ধানে হানা দিচ্ছিল। ইতিমধ্যেই নালিতাবাড়ী উপজেলার বেশকিছু বোরো খেত খেয়ে সাবাড় করেছে। বৃহস্পতিবার রাতে অন্যান্য দিনের মতো পূর্ব সমশ্চুড়া গুচ্ছগ্রাম সংলগ্ন লাল টেঙ্গর এলাকায় পাহাড়ের ঢালে থাকা কৃষক জিয়াউল হকের বোরো খেতে হানা দেয় বন্যহাতির দল। এসময় একটি মাঝ বয়সী পুরুষ হাতি ওই খেতের পূর্ব পাশে এলে আইলে থাকা বৈদ্যুতিক লাইন এর তারে জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে পড়ে। ফলে ঘটনাস্থলেই হাতিটি মারা যায়। এতে অন্য হাতিরা মৃত হাতিটিকে ঘিরে চিৎকার শুরু করলে টের পেয়ে আশপাশের মানুষ ছুটে আসে। রাত এগারোটার দিকে বন বিভাগের মধুটিলা রেঞ্জের কর্মকর্তা-কর্মচারীরা ঘটনাস্থল পরিদর্শনে যান। খবর পেয়ে রাতেই কৃষক জিয়াউল হক জিয়াকে নন্নী বাজার থেকে আটক করে পুলিশ।
এদিকে আজ (শুক্রবার) বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ শেরপুরের রেঞ্জ কর্মকর্তা আব্দুল্লাহ আল আমিন বাদী হয়ে ওই কৃষকের বিরুদ্ধে বন্যহাতি হত্যার অভিযোগ এনে নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করেছেন। তবে তিনি মিডিয়ার সামনে কথা বলতে অপারগতা প্রকাশ করেন।
ময়মনসিংহ বন বিভাগের মধুটিলা রেঞ্জ কর্মকর্তা দেওয়ান আলী বিদ্যুতায়িত হয়ে বন্যহাতির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
সূত্র জানায়, বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগে কর্মরতরা শেরপুর ও ময়মনসিংহে বসে অফিস করেন। বনাঞ্চলে তারা খোঁজ-খবর রাখেন না। ফলে বন্যহাতি প্রায়ই দুর্ঘটনার শিকারের ঘটনা ঘটছে।