ময়মনসিংহ , বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ১৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
গৌরীপুরে দিনব্যাপী বাহারী পিঠা উৎসবে উপচেপড়া মানুষের ভিড় আমার পক্ষে যারা কাজ করছে তাদের ভয়ভীতি দেখানো হচ্ছে বললেন মাহমুদুর রহমান মান্না আজ সপ্তম এনটিআরসিএ নিয়োগের ফল প্রকাশ হবে সাবেক ভারতীয় ক্রিকেটার গ্রেপ্তার মাতাল অবস্থায় গাড়ি চালিয়ে ৫২০০ ডলারে স্বর্ণের দাম বিশ্ববাজারে প্রথমবারের মতো অরিজিৎ সিং সিনেমায় আর গান গাইবেন না বাংলাদেশে কার্যক্রম শুরুর বিষয়ে আগ্রহ দেখিয়েছে পেপ্যাল জানিয়েছেন লুৎফে সিদ্দিকী বৃহস্পতিবার ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট শুরু ‘আমি যতদিন এমপি ছিলাম, ততদিন উপজেলা ছাত্রদল সভাপতি জেলে ছিল: নুরুল ইসলাম মণি অতীতে আমাদের সঙ্গে যা যা হয়েছে, আমরা তা দলের পক্ষ থেকে ক্ষমা করে দিলাম বলেছেন জামায়াত আমির
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

নির্বাচনের দায়িত্বে থাকা কর্মকর্তারা গণভোটে পক্ষ-বিপক্ষে যাবেন না বলেছেন ইসি আনোয়ারুল

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ১০:১০:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, নির্বাচনী দায়িত্বে থাকা কর্মকর্তারা গণভোটের প্রচার করবেন। কিন্তু গণভোটের পক্ষে-বিপক্ষে যাবেন না তারা। নির্বাচনী কাজের দায়িত্বে যারা থাকবেন, তারাও আইনগতভাবে কোনো পক্ষে কাজ করবেন না।

গত মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের নিজ দপ্তরে ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব কথা বলেন আনোয়ারুল ইসলাম সরকার।

তিনি বলেন, নির্বাচনে ভোটের মাঠের পরিবেশ আগের যে কোনো সময়ের তুলনায় ভালো। ভোটের দিনই ফল প্রকাশের জন্য নির্বাচন কমিশন সম্পূর্ণ প্রস্তুত। ব্যালট গণনা শেষে অধিকাংশ আসনের ফলাফল মধ্যরাতের মধ্যেই ঘোষণা করা সম্ভব হবে বলে তারা আশা করছেন। বড় জোর শেষ রাত বা পরদিন ঘোষণা হতে পারে।

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ করা হবে। সরকার গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার পক্ষে প্রচার চালাচ্ছে। বিভিন্ন সরকারি দপ্তরও এই প্রচারে আছে। সরকার বা সরকারি কর্মকর্তারা একটি পক্ষে প্রচার চালাতে পারেন কিনা– সে প্রশ্ন সামনে এসেছে।

এমন প্রেক্ষাপটে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলামের কাছে গণভোট বিষয়ে ইসির অবস্থান সংক্রান্ত সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘গণভোট বিষয়ে আমাদের বক্তব্য হচ্ছে, গণভোটের জন্য আমরা উদ্বুদ্ধ করছি। নির্বাচনী কাজের দায়িত্বে যারা থাকবেন, তারা আইনগতভাবে কোনো পক্ষে কাজ করবেন না। এটি নির্বাচনের দায়িত্বে রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা এবং অন্যান্য যারা নির্বাচনী দায়িত্ব পালন করবেন সবার জন্যই। তারা গণভোটের প্রচার করবেন; কিন্তু পক্ষে ও বিপক্ষে যাবেন না।

তিনি বলেন, সরকার গণভোটের যে বিষয়টা বলেছে, সে বিষয়ে নির্বাচন কমিশনার হিসেবে তিনি মন্তব্য করতে চান না। তবে কোনো কর্মকর্তা যখনই রিটার্নিং কর্মকর্তা হয়েছেন, তখন তিনি কোনো পক্ষের নন। কোনো রিটার্নিং কর্মকর্তা, কোনো সহকারী রিটার্নিং কর্মকর্তা কোনো পক্ষে প্রচার চালাচ্ছেন না।

নির্বাচনের পরিবেশের বিষয়ে এ নির্বাচন কমিশনার বলেন, গণমাধ্যমের খবর এবং মাঠ পরিদর্শন করে ইসি যতটুকু দেখতে পাচ্ছে, তাতে ইসি মনে করে অতীতের অনেক নির্বাচনের চেয়ে এবারের নির্বাচনে মাঠের পরিবেশ অত্যন্ত চমৎকার।  পাল্টাপাল্টি বক্তব্য বিষয়ে তিনি বলেন, নির্বাচন মানেই তো তাদের (দলগুলোর) এজেন্ডা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গৌরীপুরে দিনব্যাপী বাহারী পিঠা উৎসবে উপচেপড়া মানুষের ভিড়

নির্বাচনের দায়িত্বে থাকা কর্মকর্তারা গণভোটে পক্ষ-বিপক্ষে যাবেন না বলেছেন ইসি আনোয়ারুল

আপডেট সময় ১০:১০:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬

নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, নির্বাচনী দায়িত্বে থাকা কর্মকর্তারা গণভোটের প্রচার করবেন। কিন্তু গণভোটের পক্ষে-বিপক্ষে যাবেন না তারা। নির্বাচনী কাজের দায়িত্বে যারা থাকবেন, তারাও আইনগতভাবে কোনো পক্ষে কাজ করবেন না।

গত মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের নিজ দপ্তরে ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব কথা বলেন আনোয়ারুল ইসলাম সরকার।

তিনি বলেন, নির্বাচনে ভোটের মাঠের পরিবেশ আগের যে কোনো সময়ের তুলনায় ভালো। ভোটের দিনই ফল প্রকাশের জন্য নির্বাচন কমিশন সম্পূর্ণ প্রস্তুত। ব্যালট গণনা শেষে অধিকাংশ আসনের ফলাফল মধ্যরাতের মধ্যেই ঘোষণা করা সম্ভব হবে বলে তারা আশা করছেন। বড় জোর শেষ রাত বা পরদিন ঘোষণা হতে পারে।

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ করা হবে। সরকার গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার পক্ষে প্রচার চালাচ্ছে। বিভিন্ন সরকারি দপ্তরও এই প্রচারে আছে। সরকার বা সরকারি কর্মকর্তারা একটি পক্ষে প্রচার চালাতে পারেন কিনা– সে প্রশ্ন সামনে এসেছে।

এমন প্রেক্ষাপটে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলামের কাছে গণভোট বিষয়ে ইসির অবস্থান সংক্রান্ত সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘গণভোট বিষয়ে আমাদের বক্তব্য হচ্ছে, গণভোটের জন্য আমরা উদ্বুদ্ধ করছি। নির্বাচনী কাজের দায়িত্বে যারা থাকবেন, তারা আইনগতভাবে কোনো পক্ষে কাজ করবেন না। এটি নির্বাচনের দায়িত্বে রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা এবং অন্যান্য যারা নির্বাচনী দায়িত্ব পালন করবেন সবার জন্যই। তারা গণভোটের প্রচার করবেন; কিন্তু পক্ষে ও বিপক্ষে যাবেন না।

তিনি বলেন, সরকার গণভোটের যে বিষয়টা বলেছে, সে বিষয়ে নির্বাচন কমিশনার হিসেবে তিনি মন্তব্য করতে চান না। তবে কোনো কর্মকর্তা যখনই রিটার্নিং কর্মকর্তা হয়েছেন, তখন তিনি কোনো পক্ষের নন। কোনো রিটার্নিং কর্মকর্তা, কোনো সহকারী রিটার্নিং কর্মকর্তা কোনো পক্ষে প্রচার চালাচ্ছেন না।

নির্বাচনের পরিবেশের বিষয়ে এ নির্বাচন কমিশনার বলেন, গণমাধ্যমের খবর এবং মাঠ পরিদর্শন করে ইসি যতটুকু দেখতে পাচ্ছে, তাতে ইসি মনে করে অতীতের অনেক নির্বাচনের চেয়ে এবারের নির্বাচনে মাঠের পরিবেশ অত্যন্ত চমৎকার।  পাল্টাপাল্টি বক্তব্য বিষয়ে তিনি বলেন, নির্বাচন মানেই তো তাদের (দলগুলোর) এজেন্ডা।