ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও ডাকসু ভিপি সাদেক কায়েম মঙ্গলবার (১১ নভেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ‘রান উইথ জবি শিবির’ কর্মসূচিতে অংশ নিয়ে দেশের মুক্তিকামী ছাত্র-জনতাকে খুনি হাসিনা ও তার দোসরদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
ডাকসু ভিপি উল্লেখ করেন, জকসু নির্বাচনের তারিখ সম্প্রতি পেছানো হয়েছে। তার মতে, এ ক্ষেত্রে ওপর থেকে কোনো নির্দেশ প্রভাব ফেলেছে। তিনি কর্তৃপক্ষকে পক্ষপাতিত্ব এড়াতে অনুরোধ করেন এবং শিক্ষার্থী বনাম শিক্ষক পরিস্থিতি সৃষ্টি না করার বারসাদেক কায়েম বলেন, তরুণ প্রজন্ম দেশের জন্য কার্যকর হতে হলে শারীরিকভাবে ফিট থাকা জরুরি। অনেক তরুণ বিভিন্ন ধরনের স্বাস্থ্যঝুঁকির মুখোমুখি হচ্ছে, যার একটি কারণ হলো নিয়মিত শরীরচর্চা না করা। ইসলামী ছাত্রশিবির প্রতিষ্ঠার পর থেকে এমন সৃজনশীল কার্যক্রম চালিয়ে আসছে, যা ফ্যাসিস্ট আমলে জনপরিসরে করতে দেওয়া হয়নি।
এ সময় কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিগবাতুল্লাহ সিগবা, আন্তর্জাতিক সম্পাদক মু. মু’তাসিম বিল্লাহ শাহেদী, কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক ও জবি শিবিরের সাবেক সভাপতি আসাদুল ইসলাম, শাখা শিবিরের সাবেক সভাপতি মাকসুদুর রহমান, শাখা সভাপতি রিয়াজুর ইসলাম, সেক্রেটারি জেনারেল আব্দুল আলিম আরিফ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাহেদ, অফিস সম্পাদক ইব্রাহিম খলিলসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কর্মসূচির মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে দেশপ্রেম ও শারীরিক ফিটনেসের গুরুত্ব তুলে ধরা হয় এবং রাজনৈতিক সচেতনতার বার্তাও প্রেরণ করা হয়।

অনলাইন ডেস্ক 





















