নারায়ণগঞ্জের ফতুল্লার ঢালিপাড়া ধর্মগঞ্জ এলাকায় পলিথিনের দানা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আজ বুধবার (১৯ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন জানান, তিনটি ইউনিট আগুন নেভানোর কাজে অংশগ্রহণ করে এবং প্রায় দুই ঘণ্টার চেষ্টার পর সকাল সাড়ে ৬টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডে কারখানার পলির দানা, দুটি মেশিন এবং বর্জ্য পলির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে আনুমানিক ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে দ্রুত উদ্ধার কার্যক্রমের কারণে প্রায় ৩০ লাখ টাকার সম্পদ রক্ষা করা সম্ভব হয়েছে।
ঘটনায় কোনো প্রাণহানি বা আহতের ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস।

ডিজিটাল রিপোর্ট 























