রোববার রাত সাড়ে ১১টার দিকে শিশুটিকে ঢামেকে নেওয়া হয়। সেখানের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) তার শারীরিক পরীক্ষা করা হচ্ছে। কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) অশোক কুমার সরকার এসব তথ্য নিশ্চিত করেছেন।
অশোক কুমার সরকার বলেন, ‘শিশুটির মা কদমতলী এলাকায় ভাঙারির ব্যবসা করেন। শনিবার কাজের উদ্দেশে বের হলে একই এলাকার মো. ইউসুফ আলী পাটোয়ারী (৬৫) নামের এক ব্যক্তি চকলেট ও বিস্কুটের প্রলোভন দেখিয়ে শিশুটিকে একটি বন্ধ ফ্যাক্টরির তৃতীয় তলায় নিয়ে ধর্ষণ করে। পরে বাসায় ফিরে শিশুটির মা ঘটনার বিস্তারিত জেনে থানায় মামলা করেন।’
তিনি আরও বলেন, অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।