রাজবাড়ীর কালুখালীতে পিকআপ চাপায় আমজাদ বিশ্বাস (৫২) নামে এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আজ বুধবার (১৩ আগস্ট) সকাল ১০টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালীর বোয়ালিয়া মোড়ের চরনারায়নপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আমজাদ বিশ্বাস পাংশা পৌরসভার গুদিবাড়ি এলাকার মৃত ফটিক বিশ্বাসের ছেলে।প্রত্যক্ষদর্শীরা জানান, আমজাদ বিশ্বাস পাংশা থেকে ভ্যানগাড়ি চালিয়ে সোনাপুর এলাকায় মাছ ধরতে যাচ্ছিলেন। পথে বোয়ালিয়া মোড়ের চরনারায়নপুর এলাকায় পৌঁছালে রাজবাড়ী থেকে কুষ্টিয়াগামী দ্রুতগতির একটি পিকআপ সামনে থেকে ভ্যানগাড়িকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই আমজাদ বিশ্বাস মারা যান।
পাংশা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন জানান, দুর্ঘটনাকবলিত পিকআপটি শনাক্ত করে আটকের চেষ্টা চলছে। নিহতের পরিবারের সদস্যদের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।